দক্ষিণবঙ্গজুড়ে ফের বর্ষার দাপটের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার উপর নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে।
শুক্রবারের আবহাওয়া:
কলকাতা, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
ভারী বৃষ্টির সম্ভাবনা:
হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
শনিবারের পূর্বাভাস:
শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত বড় ধরনের সতর্কতা জারি করা হয়নি।
রবিবার থেকে ফের বৃষ্টি:
রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং বীরভূমে।
পুরুলিয়া ও ঝাড়গ্রামে বিশেষ সতর্কতা:
সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের পরামর্শ, নিম্নচাপের প্রভাবে নদী এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমা ও শহরাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।