Homeখবররাজ্যবৃষ্টি জারি দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও ! আট জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বৃষ্টি জারি দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও ! আট জেলায় ভারী বর্ষণের সতর্কতা

প্রকাশিত

ভরা শ্রাবণ মাসে লাগাতার বর্ষণ জারি দক্ষিণবঙ্গে। গত কয়েক দিনের টানা বৃষ্টির পরও আকাশে মেঘের আনাগোনা অব্যাহত। রবিবার রাতেও কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা, যা উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর ফলে দক্ষিণবঙ্গে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টির জন্য।

কোন জেলাগুলিতে সতর্কতা?

আবহাওয়া দফতর জানিয়েছে, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—এই আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল। সমুদ্র উপকূলে ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা কখনও কখনও পৌঁছে যাচ্ছে ৫৫ কিমি পর্যন্ত। ফলে সোমবার রাত পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

সোমবার কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহ, এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে। রবিবার পর্যন্ত টানা ভারী বর্ষণ চলবে বেশ কয়েকটি জেলায়।

কলকাতার তাপমাত্রা

সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১°C (স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি)। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮°C, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের ফল

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ইডেনে প্রথম দিনেই বাভুমাদের বিপর্যয়

দক্ষিণ আফ্রিকা: ১৫৯ (আইডেন মার্করাম ৩১, জসপ্রীত বুমরাহ ৫-২৭, কুলদীপ যাদব ২-৩৬, মহম্মদ সিরাজ...

বিহার ভোটে NDA-র দুর্ধর্ষ জয়, শাসকের পুনরুত্থান–বিরোধীরা ছন্দহীন; কারা জিতল, কারা হারল

বিহার নির্বাচনে NDA-র বিশাল জয়ে নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মহিলাদের রেকর্ড ভোটদানে জোরদার সুবিধা। ক্ষতিগ্রস্ত RJD, কংগ্রেস, INDIA জোট। বিশদে পড়ুন কারা লাভবান, কারা পিছিয়ে পড়ল।

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”