আগামীকাল থেকে বৃষ্টিপাত কমতে পার বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কখনও ভারী, কখনও হালকা বৃষ্টিপাত হবে। তবে কাল থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অল্পস্বল্প বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি অনেকটাই কমবে।
আজ সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া এবং হুগলি জেলাগুলিতে। এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার ফলে কিছু জায়গায় জলাবদ্ধতা ও সাময়িক অসুবিধার সম্ভাবনা থাকলেও কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে।
ক্ষয়ক্ষতির খবরও নেই
বিশেষত, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, যেগুলি সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় ছিল, সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও আসেনি। যদিও দিঘা, শঙ্করপুর, এবং তাজপুর এলাকায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলছে, তবে সমুদ্রের উত্তাল পরিস্থিতিও অনেকটা কমে এসেছে। প্রশাসনের আগাম প্রস্তুতির ফলে অনেক মানুষকে আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, যা ক্ষতি এড়াতে সাহায্য করেছে।