উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ভেঙে পড়া গাছ টানতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নাবালকের মৃত্যু সুন্দরবনে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনে বিভিন্ন প্রান্তে ‘দানা’র প্রভাবে শুক্রবার সকাল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি চলছে। সুন্দরবনে খুব বেশি দানা-র প্রভাব না পড়লেও প্রচুর গাছপালা ভেঙেছে। আর ভাঙা গাছ ছাদে থেকে সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর এলাকায়। মৃত নাবালকের নাম শুভজিৎ দাস (১৭)।
শুক্রবার বেলার দিকে ঘরের ছাদের উপরে পাশে থাকা গাছ ভেঙে পড়ে। বিদ্যুৎ নেই দেখে গাছের ডাল টানতে গেলেই বিদ্যুৎপৃষ্ঠ হয় ওই নাবালক। মূলত হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে বলে জানা যায়। তড়িঘড়ি করে ওই নাবালককে হাসপাতালে নিয়ে গেলেই সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পাথরপ্রতিমার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। আর এই মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নাবালকের পরিবারে।