Ghurnijhor DANA update: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ পশ্চিমবঙ্গে সরাসরি আঘাত হানবে না, তবে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলে কিছুটা প্রভাব পড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়ার তীব্রতা খুব বেশি না হলেও, প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মৌসম ভবন সূত্রে জানা গেছে, ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে এই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন উপকূলীয় অঞ্চলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।
যেসব জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা:
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
কলকাতা
হাওড়া
হুগলি
দক্ষিণ ২৪ পরগনা
উত্তর ২৪ পরগনা
বাঁকুড়া
এদিকে, পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দুই দিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরসহ বাকি জেলাগুলোতে চরম অতি ভারী বৃষ্টির আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও, কলকাতা এবং তার আশপাশের এলাকায়ও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রশাসন থেকে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।