Homeখবররাজ্যবারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিক্ষোভ কর্মসূচি শুভেন্দুর, শর্ত বেঁধে অনুমতি হাইকোর্টের

বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিক্ষোভ কর্মসূচি শুভেন্দুর, শর্ত বেঁধে অনুমতি হাইকোর্টের

প্রকাশিত

বারুইপুরের পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির অনুমতি মিলেছে একাধিক শর্তসাপেক্ষে।

বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকায় মিছিল করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। মিছিল না করেই ফিরতে হয় তাঁকে। এরপরই পুলিশ সুপারের দফতর ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। কিন্তু অনুমতি না মেলায় হাই কোর্টে মামলা করা হয়।

আদালতে বিজেপির আইনজীবী দাবি করেন, পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও আগের কর্মসূচিতে হামলা হয়েছিল। বিচারপতি অনুমতি দিলেও নির্দেশ দেন, এক হাজারের বেশি সমর্থক অংশ নিতে পারবেন না, হাসপাতালের কাছে মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে, এবং সর্বাধিক ২৫টি মাইক ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের অভিযোগে বুধবার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে, মিছিল ও সভা করার ডাক দেন শুভেন্দু অধিকারী। কথা ছিল,পুরাতন বাজার রাসমাঠ থেকে, বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত মিছিল করবেন তিনি। এই রাস্তাতেই দুই জায়গায় মঞ্চ বাঁধে তৃণমূল। রাস্তার দু’ধার কার্যত ঘিরে ফেলেন তৃণমূলের নেতা-কর্মীরা। বেলা ৪টের কিছু পরেই এই এলাকায় ঢোকেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা।

এরপরই তাঁর গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ । স্লোগান ওঠে। এরপরই শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাঁর গাড়িটি অ্যাডিশনাল এসপি বারুইপুর চিহ্নিত করে দিয়েছেন। তাঁকে উদ্দেশ্য করে খারাপ গালি দেওয়া হয় বলে অভিযোগ তোলেন। সেদিন দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেদিনের ঘটনার প্রতিবাদে ২৭ মার্চ বারুইপুর পুলিশ সুপারের অফিস অভিযানের ডাক দেয় বিজেপি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।

দক্ষিণে রোদ, উত্তরে হালকা কুয়াশা! আপাতত বৃষ্টি নেই, মনোরম হাওয়ায় স্বস্তি বঙ্গবাসীর

বঙ্গের আকাশে আপাতত কোনও বৃষ্টি নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া।...

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।