Homeখবররাজ্যজাতীয় সড়ক সম্প্রসারণে বাধা কাটাতে কড়া নির্দেশ হাইকোর্টের

জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা কাটাতে কড়া নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত

রাজ্যের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে আর বাধা সহ্য করা হবে না। স্থানীয় জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসনকে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ১ মার্চ থেকে অবিলম্বে সম্প্রসারণের কাজ শুরু করতে হবে।

বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের বাধায় জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। আদালতবান্ধব আইনজীবী অনিন্দ্য লাহিড়ীর জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, সরকারি জমি জবরদখলের কারণে কাজ বন্ধ রয়েছে। আইনজীবী জানান, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে দেখা গেছে, জমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হলেও ঠিকাদাররা কাজ করতে পারছেন না। উত্তর ২৪ পরগনার আমডাঙা-সহ বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের ফলে কাজ ব্যাহত হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ক্ষতিপূরণ বাবদ প্রায় ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবুও কাজ শুরু করতে বাধার সম্মুখীন হতে হচ্ছে কর্তৃপক্ষকে। এনএইচএআই-এর তরফেও জানানো হয়েছে, সরকারি জমিতে কাজ করতে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে।

এই পরিস্থিতিতে, প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম ও বিচারপতি বিভাষ পট্টনায়কের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, যেখানে যেখানে কাজ করতে বাধার সম্মুখীন হতে হচ্ছে, সেখানে জেলা প্রশাসন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করবে। প্রয়োজনে জেলার রিজার্ভ ফোর্স বা আধা সামরিক বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে।

হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, শুধু উত্তর ২৪ পরগনাই নয়, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও দ্রুত কাজ শেষ করতে হবে। জেলা শাসকদের এনএইচএআই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, জেলা শাসক, এনএইচএআই কর্তৃপক্ষ এবং ঠিকাদারদের নিয়ে এক জরুরি বৈঠক করতে হবে। আগামী ২৭ মার্চের মধ্যে এই নির্দেশ কার্যকর হয়েছে কি না, তার রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।