Homeখবররাজ্যএবারও ইলিশের আকাল! সমুদ্রে যাবে অর্ধেক ট্রলার, বাঙালির পাতে রুপোলি শস্য নিয়ে...

এবারও ইলিশের আকাল! সমুদ্রে যাবে অর্ধেক ট্রলার, বাঙালির পাতে রুপোলি শস্য নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত

ইলিশ না থাকলে যেন বর্ষা অপূর্ণ! কিন্তু এ বছরও সেই আশঙ্কাই ক্রমশ ঘনীভূত হচ্ছে। গত কয়েক বছরের মতো এবারও বাঙালির পাতে রুপোলি শস্য উঠবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

মৎসজীবী সংগঠন সূত্রে খবর, ইলিশের আকাল এ বছরও প্রায় নিশ্চিত। কারণ একাধিক। তার মধ্যে সবচেয়ে বড় হল, সমুদ্রে নামবে মাত্র ৫০ শতাংশ ট্রলার। বাকিরা পড়ে থাকবে উপকূলে।

কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতির কথায়, ‘‘গত কয়েক বছর ধরে যে হারে ইলিশ কমছে, তাতে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে ট্রলার মালিকদের। কয়েক লক্ষ টাকা খরচ করে ট্রলার মেরামত করে সমুদ্রে গিয়ে যদি মাছই না মেলে, তাহলে ক্ষতিপূরণ নেই। তাই এবছর মালিকরা ঝুঁকি নিতে নারাজ।’’

আগামী মাস থেকেই শুরু হচ্ছে ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছ ধরার মরশুম। তবে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ট্রলারগুলোর অর্ধেকই সমুদ্রে নামবে না। পরে পরিস্থিতি দেখে বাকিদের নামানো হবে কি না, তা ঠিক হবে।

এদিকে শুধু এ রাজ্যের উপকূলেই নয়, সমস্যার আর একটি দিক বাংলাদেশ। ইলিশের অন্যতম উৎস সেই দেশ থেকেও এ বছর পর্যাপ্ত সরবরাহ হবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও জটিল পরিবেশ পরিস্থিতির জন্য সে দিক থেকেও তেমন আশা দেখছেন না ব্যবসায়ীরা।

তবে একটি আশার খবরও আছে। আগামী ১৯ মে থেকে ইসরোর প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার’ যন্ত্র বসানো হবে ট্রলারগুলিতে। প্রথম দফায় ৫০০টি ট্রলারে এই যন্ত্র বসবে—যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৩০০টি এবং পূর্ব মেদিনীপুরের ২০০টি। এই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রে বিপদে পড়লে মৎস্যজীবীরা সরাসরি বার্তা পাঠাতে পারবেন।

সব মিলিয়ে বলা যায়, বাঙালির ভাপা-ভাজা-ঝোলের রসনায় ইলিশ যদি ফের অধরাই থেকে যায়, তাতে আর অবাক হওয়ার কিছু নেই। এবছরও হয়তো ভরসা রাখতে হবে স্মৃতির স্বাদেই।

আরও পড়ুন: ডিজিটাল পরিকাঠামোর মান যাচাইয়ের উদ্যোগ ট্রাইয়ের, আবাসনের জন্য আসছে নতুন নির্দেশিকা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

আরও পড়ুন

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।