Homeরাজ্যহুগলিকথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত...

কথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত দুলের বাড়িতে

প্রকাশিত

হুগলির গোঘাটের আগাই গ্রাম। বাড়িতে শৌচাগার না থাকায় গ্রামের আর পাঁচটা মেয়ের মতো পাড়ার পুকুরে স্নান করতে যেতে হতো শিখা দুলে ও তাঁর মাকে। ২২ বছরের শিখা দুলে—কেবিসি (কোন বনেগা কোড়রপতি) সিজন ১৬–এর প্রতিযোগী জয়ন্ত দুলের বোন। কিন্তু এখন আর তাঁকে গ্রামের পুকুরে স্নানকতে যেতে হয় না। তাদের মাটির বাড়ির পাশেই তৈরি হয়েছে পাকা শৌচাগার।  যার দেওয়ালে লেখা ‘গিফটেড বাই অমিতাভ বচ্চন’। 

২০২৪ সালের ১৬ আগস্ট প্রচারিত কেবিসি-র এক পর্বে জয়ন্ত দুলে তাঁর পরিবারের এই দারিদ্র্য ও অসুবিধার কথা জানিয়েছিলেন। তখনই অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন প্রতিশ্রুতি দিয়েছিলেন— “এই খেলা জিতো বা হারো, আমি তোমার ঘরে একটি বাথরুম তৈরি করে দেব, নিজের খরচে।”

প্রায় এক বছর পর, অক্টোবর ২০২5-এ, সেই প্রতিশ্রুতি রাখলেন ‘বিগ বি’। জয়ন্ত দুলের অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পাঠিয়ে দিলেন, যার অর্থে তৈরি হয়েছে এই বহু প্রতীক্ষিত বাথরুমটি।

জয়ন্ত, যিনি গোঘাটের স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অতিথি অধ্যাপক। তিনি বলেন, “অমিতাভজির সঙ্গে দেখা হওয়াটাই ছিল স্বপ্নের মতো। কিন্তু তিনি যা করেছেন, তা স্বপ্নেরও বাইরে। শুধু একটি বাথরুম নয়, এটি আমাদের পরিবারের মর্যাদা ফিরিয়ে এনেছে।”

শিখা বলেন, “আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করেছি, এখন ডি.এল.এড কোর্সে ভর্তি হওয়ার অপেক্ষায়। প্রতিদিন গ্রামের পুকুরে স্নান করতে যাওয়া ছিল অত্যন্ত লজ্জাজনক। অমিতাভজির এই উদ্যোগ আমাদের মতো মহিলাদের মর্যাদা রক্ষার প্রতীক।”

শিখা আরও জানান, “এই উদ্যোগ শুধু আর্থিক সাহায্য নয়, এটি মহিলাদের প্রতি সম্মানের প্রকাশ। আমরা সারাজীবন তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব।”

জয়ন্তের বাবা ভাদু দুলেও অমিতাভ বচ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তিনি আমাদের মতো সাধারণ পরিবারের জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন এনে দিয়েছেন।”বলিউডে আগে ‘টয়লেট এক প্রেম কথা’  সিনেমার মাধ্যমে শৌচাগারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু এবার বাস্তবে সেই বার্তাকে বাস্তবায়িত করলেন অমিতাভ বচ্চন

আরও পড়ুন: এ বার টোটোতেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বেঁধে দেওয়া হল সময়সীমা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

চন্দননগর-বাঁশবেড়িয়ায় চালু হবে পাইপলাইনের গ্যাস, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই শুরু পরিষেবা

হুগলির চন্দননগর, বানসবরিয়া ও আশপাশের এলাকায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সরবরাহ শুরু করবে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)। এর আগে ঝাপায় চালু হচ্ছে নতুন সিএনজি মাদার স্টেশন।

জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত। পর্যটন, পরিকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়নে মিলবে নতুন দিশা, পাশাপাশি রাজনৈতিক অঙ্কও জোরদার হচ্ছে।

হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলায় সাধু-ভক্ত সমাবেশ, এসেছিলেন তারকা-সাংসদ রচনাও   

খবর অনলাইন ডেস্ক: এক দিকে ‘যুক্তবেণী’র মহাকুম্ভমেলায় মাঘী পূর্ণিমায় যখন শাহী স্নান হল, ঠিক...