Homeরাজ্যহুগলিকথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত...

কথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত দুলের বাড়িতে

প্রকাশিত

হুগলির গোঘাটের আগাই গ্রাম। বাড়িতে শৌচাগার না থাকায় গ্রামের আর পাঁচটা মেয়ের মতো পাড়ার পুকুরে স্নান করতে যেতে হতো শিখা দুলে ও তাঁর মাকে। ২২ বছরের শিখা দুলে—কেবিসি (কোন বনেগা কোড়রপতি) সিজন ১৬–এর প্রতিযোগী জয়ন্ত দুলের বোন। কিন্তু এখন আর তাঁকে গ্রামের পুকুরে স্নানকতে যেতে হয় না। তাদের মাটির বাড়ির পাশেই তৈরি হয়েছে পাকা শৌচাগার।  যার দেওয়ালে লেখা ‘গিফটেড বাই অমিতাভ বচ্চন’। 

২০২৪ সালের ১৬ আগস্ট প্রচারিত কেবিসি-র এক পর্বে জয়ন্ত দুলে তাঁর পরিবারের এই দারিদ্র্য ও অসুবিধার কথা জানিয়েছিলেন। তখনই অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন প্রতিশ্রুতি দিয়েছিলেন— “এই খেলা জিতো বা হারো, আমি তোমার ঘরে একটি বাথরুম তৈরি করে দেব, নিজের খরচে।”

প্রায় এক বছর পর, অক্টোবর ২০২5-এ, সেই প্রতিশ্রুতি রাখলেন ‘বিগ বি’। জয়ন্ত দুলের অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পাঠিয়ে দিলেন, যার অর্থে তৈরি হয়েছে এই বহু প্রতীক্ষিত বাথরুমটি।

জয়ন্ত, যিনি গোঘাটের স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অতিথি অধ্যাপক। তিনি বলেন, “অমিতাভজির সঙ্গে দেখা হওয়াটাই ছিল স্বপ্নের মতো। কিন্তু তিনি যা করেছেন, তা স্বপ্নেরও বাইরে। শুধু একটি বাথরুম নয়, এটি আমাদের পরিবারের মর্যাদা ফিরিয়ে এনেছে।”

শিখা বলেন, “আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করেছি, এখন ডি.এল.এড কোর্সে ভর্তি হওয়ার অপেক্ষায়। প্রতিদিন গ্রামের পুকুরে স্নান করতে যাওয়া ছিল অত্যন্ত লজ্জাজনক। অমিতাভজির এই উদ্যোগ আমাদের মতো মহিলাদের মর্যাদা রক্ষার প্রতীক।”

শিখা আরও জানান, “এই উদ্যোগ শুধু আর্থিক সাহায্য নয়, এটি মহিলাদের প্রতি সম্মানের প্রকাশ। আমরা সারাজীবন তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব।”

জয়ন্তের বাবা ভাদু দুলেও অমিতাভ বচ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তিনি আমাদের মতো সাধারণ পরিবারের জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন এনে দিয়েছেন।”বলিউডে আগে ‘টয়লেট এক প্রেম কথা’  সিনেমার মাধ্যমে শৌচাগারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু এবার বাস্তবে সেই বার্তাকে বাস্তবায়িত করলেন অমিতাভ বচ্চন

আরও পড়ুন: এ বার টোটোতেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বেঁধে দেওয়া হল সময়সীমা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।

আরও পড়ুন

চন্দননগর-বাঁশবেড়িয়ায় চালু হবে পাইপলাইনের গ্যাস, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই শুরু পরিষেবা

হুগলির চন্দননগর, বানসবরিয়া ও আশপাশের এলাকায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সরবরাহ শুরু করবে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)। এর আগে ঝাপায় চালু হচ্ছে নতুন সিএনজি মাদার স্টেশন।

জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত। পর্যটন, পরিকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়নে মিলবে নতুন দিশা, পাশাপাশি রাজনৈতিক অঙ্কও জোরদার হচ্ছে।

হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলায় সাধু-ভক্ত সমাবেশ, এসেছিলেন তারকা-সাংসদ রচনাও   

খবর অনলাইন ডেস্ক: এক দিকে ‘যুক্তবেণী’র মহাকুম্ভমেলায় মাঘী পূর্ণিমায় যখন শাহী স্নান হল, ঠিক...