Home রাজ্য হাওড়া হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা

হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা

Pet Dog

হাওড়ার নাগরিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। এবার থেকে বাড়িতে বিদেশি প্রজাতির কুকুর রাখলে লাইসেন্স করানো বাধ্যতামূলক। অনলাইনে মিলবে এই লাইসেন্স, যার জন্য বার্ষিক খরচ পড়বে  ১৫০ টাকা

পুরসভা সূত্রে জানা গিয়েছে, লাইসেন্স পেতে হলে মালিককে জমা দিতে হবে পোষ্যের টিকাকরণ সার্টিফিকেট এবং মালিকের আধার কার্ডের তথ্য। লাইসেন্সের আবেদন ও নবীকরণ সরাসরি হাওড়া পুরসভার ওয়েবসাইট থেকেই করা যাবে। শুধু কুকুর নয়, ভবিষ্যতে বিদেশি পাখি বা এক্সটিক বার্ড রাখার ক্ষেত্রেও একই ধরনের অনুমতি চালুর চিন্তাভাবনা করছে পুরসভা। ফলে ম্যাকাও, কুকাটিয়েল, ক্যানারি-র মতো পাখি ঘরে রাখার ক্ষেত্রেও পথ খুলে যাবে।

পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, “অনেক দিন ধরেই পোষ্যপ্রেমীরা এই লাইসেন্সের দাবি জানাচ্ছিলেন। পোষ্য নিয়ে নানা সমস্যায় মালিকরা পড়েন। লাইসেন্স থাকলে আইনি সহায়তা পেতেও সুবিধে হবে।”

পশুপ্রেমীদের স্বাগত

পোষ্যপ্রেমীদের মতে, বিদেশি প্রজাতির কুকুর পালনের প্রবণতা ক্রমশ বাড়ছে। তবে এর আড়ালে বেআইনি ক্রস-ব্রিডিং, ব্যবসা, এমনকি অবহেলা ও নির্যাতনের অভিযোগও শোনা যায়। অনেক সময় অসুস্থ বা অযত্নে থাকা কুকুর রাস্তায় ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটে। নতুন লাইসেন্স ব্যবস্থা চালু হলে এই সমস্যাগুলি কিছুটা হলেও কমবে বলে আশা তাঁদের।

২৪ নম্বর ওয়ার্ডের অনামিকা রায় মৌলিক, যিনি একদিকে জার্মান শেফার্ড আবার অন্যদিকে উদ্ধার করা একটি ল্যাব্রাডর পালন করছেন, সংবাদমাধ্যমকে বলেন—“ওরা তো আমাদের সন্তানের মতো। কিন্তু এখনও অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে অনেক কুকুর ফেলে দেওয়া হচ্ছে। পুরসভার এই উদ্যোগ সচেতনতা বাড়াতে সাহায্য করবে।”

আরও পড়ুন: দাম মাত্র ₹১৪,৯৯৯! ভারতে লঞ্চ হল Honor X7c 5G, থাকছে Snapdragon 4 Gen 2 প্রসেসর ও ৫,২০০mAh ব্যাটারি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version