হাওড়ার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। হাওড়া পুরসভা জানিয়েছে, পদ্মপুকুরের ইনটেক পয়েন্টে একটি পাম্প নষ্ট হয়ে যাওয়ায় তা মেরামতির কাজ করবে কেএমডিএ। সেই কারণে পুরসভার ১ থেকে ৫০ নম্বর সব ওয়ার্ডেই দুপুরে জল সরবরাহ থাকবে না।
পুরসভার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুধু দুপুরেই পরিষেবা বন্ধ থাকবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফের সব ওয়ার্ডে স্বাভাবিক হবে পানীয় জলের সরবরাহ।
এর আগে গত জুন মাসেও পাইপ লাইন মেরামতির জন্য হাওড়ায় পানীয় জল পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। কোনা এক্সপ্রেসওয়ের শৈলেন মান্না সরণির জাইকা মোড়ে পাইপ লাইন মেরামতির কাজ করেছিল পুরসভা। তার আগে এপ্রিল মাসে ফাটল ধরা পড়ায় সালকিয়া নস্করপাড়া এলাকায় ১২ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ ছিল।
নিয়মিত মেরামতির কাজের কারণে জল সরবরাহ বন্ধ হওয়ায় বাসিন্দাদের কিছুটা অসুবিধা হলেও পুরসভা জানিয়েছে, নিরাপদ ও স্থায়ী পরিষেবা বজায় রাখতে এই কাজ জরুরি।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us