Homeরাজ্যহাওড়াসংরক্ষিত আসনে বসতে দিতে হবে, দাবি না মানায় দুন এক্সপ্রেসে যাত্রীদের মারধর,...

সংরক্ষিত আসনে বসতে দিতে হবে, দাবি না মানায় দুন এক্সপ্রেসে যাত্রীদের মারধর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত

হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে তাণ্ডব চালাল এক দল দুষ্কৃতী। সোমবার রাতে বিহারের মধ্যে দিয়ে আসার সময় সংরক্ষিত আসনে বসা নিয়ে বিবাদ থেকে হাতাহাতি শুরু হয়। দুষ্কৃতীরা যাত্রীদের মারধর করে এবং ট্রেনের মধ্যেও ভাঙচুর চালায়। যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে দুন এক্সপ্রেসের এস ৯ কামরায়। যাত্রীদের অভিযোগ, কিছু লোক টিকিট ছাড়াই সংরক্ষিত কামরায় ওঠে এবং আসন দখল করার চেষ্টা করে। যাত্রীরা বাধা দিলে শুরু হয় বচসা, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। কামরায় থাকা বিশ্বজিৎ ভট্ট নামে এক যাত্রী জানান, “আমাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। বলা হয়, পরের স্টেশন এলে দেখে নেওয়া হবে। ট্রেন কুন্দ্রা স্টেশন ঢুকতেই কামরায় উঠে পড়ে প্রচুর লোক। তাদের কারও হাতে ছুরি, কারও হাতে লাঠি। আমাদের ধরে মারধর শুরু করে। আমাদের সঙ্গে ছ’বছরের বাচ্চা ছিল। তাকেও মারধর করা হয়। তার পর ট্রেনে ভাঙচুর চালায়। জানলার কাচ ভেঙে দেয়।”

বিশ্বজিৎ ভট্ট আরও জানান, হুমকি পাওয়ার পর রেলের নিরাপত্তারক্ষীদের জানানো হলেও হামলার সময় কোনও সহায়তা পাওয়া যায়নি। “আমাদের কাছ থেকে এক দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে যায় রেল পুলিশ,” বলেন তিনি। এই অভিযোগ যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

একাধিক যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। কারও মাথা ফেটেছে, কারও হাত-পায়ে চোট লেগেছে। হাওড়া স্টেশনে পৌঁছে আহত যাত্রীরা জিআরপিতে অভিযোগ দায়ের করেন। স্টেশনেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার পর রাতের ট্রেন যাত্রা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের অভিযোগ, রেলের নিরাপত্তারক্ষীদের নিষ্ক্রিয়তা এবং দুষ্কৃতীদের অবাধে ট্রেনে ওঠা-নামা যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়িয়েছে। রেল কর্তৃপক্ষ এবং পুলিশের কাছ থেকে সঠিক নিরাপত্তা না পাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা এই ঘটনার সুবিচার দাবি করছেন।

দুন এক্সপ্রেসে এই তাণ্ডবের ঘটনা যাত্রী নিরাপত্তার প্রতি রেলের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। যাত্রীরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এমন ঘটনা রোধে রেল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ না নিলে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন। এই ঘটনার যথাযথ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা

হাওড়া পুরসভা ঘোষণা করেছে, বিদেশি প্রজাতির কুকুর পোষতে হলে এখন থেকে লাইসেন্স বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।