Homeরাজ্যহাওড়াআরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শিক্ষা দফতরের শোকজ নোটিস

আরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শিক্ষা দফতরের শোকজ নোটিস

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিলের কারণে হাওড়া জেলার তিনটি স্কুলকে শোকজ নোটিস পাঠিয়েছে শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই নোটিসে অভিযোগ করা হয়েছে, পঠন-পাঠনের সময় পড়ুয়াদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে যা শিশুদের অধিকার লঙ্ঘনের সমান। নোটিস পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, মিছিলটি স্কুল ছুটির পরে সংগঠিত হয়েছিল এবং কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী এতে অংশ নেননি।

গত শুক্রবার বিকেলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার বিভিন্ন এলাকায় মিছিল হয়। শিক্ষা দফতরের অভিযোগ অনুযায়ী, বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল, এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা এই মিছিলে অংশ নেয়। এই মিছিলের পরেই সংশ্লিষ্ট স্কুলগুলিকে শোকজ নোটিস পাঠানো হয়। নোটিসে বলা হয়েছে, কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন, তার ব্যাখ্যা দিতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ ব্যাখ্যা করতে, অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনার পরে বালুহাটি হাই স্কুলের টিচার ইন-চার্জ অঞ্জনকুমার সাহা জানিয়েছেন, স্কুলের সময়ে কোনও মিছিল হয়নি। তাঁর বক্তব্য, “মিছিলটি স্কুল ছুটির পর হয়েছে, তাতে হয়তো প্রাক্তন ছাত্ররা অংশ নিয়েছে। তবে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী মিছিলে ছিলেন না। স্কুলের সময়ে পড়ুয়ারা তাদের নিয়মিত পড়াশোনা এবং টিফিনে খেলাধুলো করেছে। তাই কেন এই নোটিস এল, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়।”

এই শোকজ নোটিস সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শোরগোল শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, আরজি কর-কাণ্ডে রাজ্য সরকার চাপের মুখে পড়ে আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যই এমন পদক্ষেপ করছে। বিজেপি এবং সিপিএমের দাবি, শাসকদল এই ঘটনার প্রতিবাদ বন্ধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন শোকজ নোটিস জারি করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা

হাওড়া পুরসভা ঘোষণা করেছে, বিদেশি প্রজাতির কুকুর পোষতে হলে এখন থেকে লাইসেন্স বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।