Home খবর রাজ্য ‘বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা মুম্বইয়ে হলে ভারত জিতত’, ফের বিতর্ক উস্কে দিলেন...

‘বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা মুম্বইয়ে হলে ভারত জিতত’, ফের বিতর্ক উস্কে দিলেন মমতা

0
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সমস্ত স্তরের নেতা কর্মীদের নিয়ে সাংগঠিনক সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের মঞ্চ থেকে লোকসভা ভোটের আগে কেন্দ্রকে আক্রমণের সুর কার্যত নির্দিষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কথা প্রসঙ্গে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়েও বিতর্ক উস্কে দিলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রকে আক্রমণের প্রসঙ্গেই মমতার মুখেও উঠে এল ভারতের বিশ্বকাপ ফাইনালের কথা। মমতা বলেন, “আমি এখনও বলছি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতো তা হলে ভারত জিতত।” তিনি এও বলেন, “আমাদের ছেলেরা এত ভালো খেলাধুলোয়। অথচ তাঁদের গেরুয়া পরিয়ে দিচ্ছে। ওরা পরতে চায়নি। তার পরেও নীল জার্সির মধ্যে গেরুয়া লাগিয়ে দিয়েছে।”

নাম না করে মোদী-শাহকে পাপিষ্ঠ বলেও সমালোচনা করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানেই ঝামেলা। পাপে কখনও বাপেরেও ছাড়ে না। এত ভীতুর দল দেখিনি।”

শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কড়া জবাব দিলেন মমতা। বলেন, “আমাদের লোকেরা সবাই চোর? দুর্নীতি দেখাচ্ছে। আজ খুব হাসছেন, ভাবছেন পার্থ জেলে, কেষ্ট জেলে, আমাদের আরও কয়েকজন জেলে। আমাদের মানিক ভট্টাচার্য জেলে, বালু জেলে। এটাই চলবে? আগামিদিন যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, কোথায় থাকবেন, সেলে? নাকি কোলে? নাকি কোলবালিশ হয়ে দুলবেন? এখন সিপিএম আর বিজেপি কোলবালিশ হয়ে দুলছে”।

তবে, গেরুয়া জার্সি নিয়ে মমতার অভিযোগ এই প্রথম নয়। এর আগেও বিরাট রোহিতদের গেরুয়া জার্সি নিয়ে আপত্তির কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এ বারের বিশ্বকাপে অনুশীলনের সময়ে ক্রিকেটারদের গেরুয়া রঙের জার্সি পরতে হয়েছে। এই বিষয়টিকে সামনে রেখেই জার্সির রঙেও ‘গেরুয়াকরণ-এর অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী। এ বার ফাইনাল ম্যাচের স্থান নির্বাচন নিয়েও নতুন বিতর্ক উস্কে দিলেন। গত রবিবার বিশ্বকাপ ফাইনাল হয়েছে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে পালটে গেল ভারতের কোচিং দল, রাহুলের জায়গায় এলেন লক্ষণ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version