Home খবর রাজ্য ‘তাড়ানোর প্ল্যান চলছে, ও আরও জনপ্রিয় হয়ে যাবে,’ মহুয়া ইস্যুতে নীরবতা ভাঙলেন...

‘তাড়ানোর প্ল্যান চলছে, ও আরও জনপ্রিয় হয়ে যাবে,’ মহুয়া ইস্যুতে নীরবতা ভাঙলেন মমতা

0
মমতা। ফাইল ছবি: রাজীব বসু

কলকাতা: সংসদে ‘ক্যাশ ফর কোয়েশ্চন’ বিতর্কে জড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই বিতর্কে দীর্ঘ নীরবতার পর মুখ খোলেন দলের নেতা-মন্ত্রীরা। বৃহস্পতিবার খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল মহুয়া মৈত্রকে নিয়ে প্রশংসা।

এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী লোকসভা নির্বাচনের লক্ষ্যে কর্মীদের বার্তা দিলেন মমতা। বুঝিয়ে দিলেন, যে কোনো কিছুর জন্য তৈরি জোড়াফুল শিবির। ইটের বদলে পাটকেল পেতে হবে। একইসঙ্গে মহুয়াকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে এ দিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে বিজেপি-কে নিশানা করলেন মমতা।

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে ‘ঘুষ’ নিয়ে সংসদে আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটি বিরুদ্ধে তদন্ত করে। তার পরে কমিটি স্পিকারের কাছে সুপারিশ পাঠিয়েছে, মহুয়ার সাংসদ পদ খারিজ করা হোক। এই পরিস্থিতিতে দলের কী অবস্থান, তা এতদিনে বিশেষ স্পষ্ট হয়নি। তবে, এ দিন দলের মেগা বৈঠকে মমতার সাফ বক্তব্যে তা কার্যত স্পষ্ট হয়ে গেল।

সেই ইস্যুতে দলের সাংগঠনিক সভার মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘এদের (বিজেপির) প্ল্যান এখন মহুয়াকে তাড়ানো! তিন মাস আর বাকি আছে (সংসদের মেয়াদ শেষ হতে)। আরে তাতে তো ওই জনপ্রিয় হয়ে যাবে তিন মাসের জন্য। মহুয়া যেগুলো ভিতরে বলত, এ বার সেগুলোই বাইরে বলবে। রোজ সাংবাদিক সম্মেলন করে বাইরে এসে বলবে। হয়ে গেল! কী যায় আসে এসবে। মূর্খ না হলে ভোটের তিন মাস আগে কেউ এই কাজ করে!’’

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বেছে বেছে বিরোধী শিবিরের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন মমতা। বলেন, “কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী শিবিরের নেতাদের নিশানা করছে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বিজেপি যখন থাকবে না, এদের কী হবে! ক্ষমতায় বিজেপি-র মেয়াদ তো আর মাত্র তিন মাস!”

আরও পড়ুন: ‘বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা মুম্বইয়ে হলে ভারত জিতত’, ফের বিতর্ক উস্কে দিলেন মমতা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version