চাকরিহারা আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ সুবল সোরেন আর নেই। শুক্রবার সকালে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা বছর পঁয়ত্রিশের এই ‘যোগ্য’ শিক্ষক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেন হেমোরেজ) ফলে মৃত্যু হয়েছে তাঁর।
কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন সুবল। প্রথমে তাঁকে ডেবরার সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত দুই দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দিন দু’য়েক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
সুবলের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। তাঁদের অভিযোগ, আবার নিয়োগ পরীক্ষায় বসার মানসিক চাপ নিতে পারেননি সুবল। এর জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
ডেবরার বাসিন্দা হলেও কলকাতার আন্দোলনের প্রায় সব কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন সুবল সোরেন। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। আন্দোলনের মঞ্চে ধামসা, মাদল বাজিয়ে উপস্থিত হওয়া ছিল তাঁর পরিচিত দৃশ্য।
মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, “সরকার, বিচারব্যবস্থা এবং রাষ্ট্র চক্রান্ত করে হত্যা করেছে সুবলকে। আজকের স্বাধীনতা দিবসে আমরাই পরাধীন।”
আরও পড়ুন:
স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: ‘এবার তবে আসি মা!’
এক বছর পর ফের ‘রাতদখল’! আরজি করের ঘটনায় কলকাতা-সহ রাজ্যজুড়ে পথে নামলেন প্রতিবাদীরা