Homeখবররাজ্যচাকরিহারা আন্দোলনের মুখ'যোগ্য' শিক্ষক সুবল সোরেনের মৃত্যু, দিন দু’য়েক আগেই আক্রান্ত...

চাকরিহারা আন্দোলনের মুখ’যোগ্য’ শিক্ষক সুবল সোরেনের মৃত্যু, দিন দু’য়েক আগেই আক্রান্ত হন ব্রেন স্ট্রোকে

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো পশ্চিম মেদিনীপুরের ডেবরার ‘যোগ্য’ শিক্ষক সুবল সোরেনের মৃত্যু। আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ ছিলেন তিনি।

প্রকাশিত

চাকরিহারা আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ সুবল সোরেন আর নেই। শুক্রবার সকালে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা বছর পঁয়ত্রিশের এই ‘যোগ্য’ শিক্ষক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেন হেমোরেজ) ফলে মৃত্যু হয়েছে তাঁর।

কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন সুবল। প্রথমে তাঁকে ডেবরার সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত দুই দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দিন দু’য়েক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

সুবলের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। তাঁদের অভিযোগ, আবার নিয়োগ পরীক্ষায় বসার মানসিক চাপ নিতে পারেননি সুবল। এর জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ডেবরার বাসিন্দা হলেও কলকাতার আন্দোলনের প্রায় সব কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন সুবল সোরেন। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। আন্দোলনের মঞ্চে ধামসা, মাদল বাজিয়ে উপস্থিত হওয়া ছিল তাঁর পরিচিত দৃশ্য।

মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, “সরকার, বিচারব্যবস্থা এবং রাষ্ট্র চক্রান্ত করে হত্যা করেছে সুবলকে। আজকের স্বাধীনতা দিবসে আমরাই পরাধীন।”

আরও পড়ুন:

স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: ‘এবার তবে আসি মা!’

এক বছর পর ফের ‘রাতদখল’! আরজি করের ঘটনায় কলকাতা-সহ রাজ্যজুড়ে পথে নামলেন প্রতিবাদীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।