Home খবর রাজ্য নির্যাতিতার বাড়ি থেকে অনশন মঞ্চ, শনিবার ‘ন্যায়বিচার যাত্রা’ জুনিয়র ডাক্তারদের

নির্যাতিতার বাড়ি থেকে অনশন মঞ্চ, শনিবার ‘ন্যায়বিচার যাত্রা’ জুনিয়র ডাক্তারদের

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের মৃত্যুর পর ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা আবারও পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিক ভাবে জানা গেছে, শনিবার দুপুর ২টায় নিহত চিকিৎসকের বাড়ির এলাকা থেকে শুরু হবে এই কর্মসূচি। মিছিল যাবে ধর্মতলার অনশনমঞ্চে। যদিও এত দীর্ঘ পথ হেঁটে পার করা সম্ভব নয় বলে জুনিয়র ডাক্তাররা ‘রিলে’ পদ্ধতিতে এই ‘ন্যায়বিচার যাত্রা’ চালিয়ে যাবেন।

ধর্মতলার অনশনমঞ্চে সাত জন জুনিয়র ডাক্তার ইতিমধ্যেই ১০ দফা দাবিতে ‘আমরণ অনশন’ শুরু করেছেন। শুক্রবার তাঁদের অনশনের ১৪তম দিন। এর পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও এক জুনিয়র ডাক্তার ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন। শিলিগুড়িতে সেই অনশনের ১২তম দিন অতিক্রান্ত হয়েছে। অনশনের কারণে সকলের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী মঙ্গলবার ধর্মতলার অনশনমঞ্চে যোগ দিয়েছেন।

এই ১০ দফা দাবির পক্ষে বৃহস্পতিবার ‘গণস্বাক্ষর সংগ্রহ’ করেন জুনিয়র ডাক্তাররা। এবার ডাক দেওয়া হয়েছে ‘ন্যায়বিচার যাত্রার’।

তবে, জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিতে নিহত চিকিৎসকের বাবা-মা যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। প্রসঙ্গত, তাঁদের মেয়ে হত্যার বিচার চেয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত নিজেদের বাড়ির সামনেই মঞ্চ বেঁধে ধর্না দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই ধর্নায় যে কেউ যোগ দিতে পারেন বলে তাঁরা জানিয়েছিলেন।

হাতে প্রীতিলতা-মাতঙ্গিনীর ছবি-সহ পোস্টার, মুখে শিকল ভাঙার গান, হাইকোর্টের ছাড়পত্র পেয়ে জমে উঠল দ্রোহের কার্নিভাল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version