Home শিক্ষা ও কেরিয়ার ইউজিসি নেটের পরীক্ষার ফল প্রকাশিত, কী ভাবে দেখবেন

ইউজিসি নেটের পরীক্ষার ফল প্রকাশিত, কী ভাবে দেখবেন

UGC NET

প্রতীক্ষার অবসান। ইউজিসি নেটের জুন মাসের পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এই পরীক্ষার ফল দেখা যাবে এনটিএ’র অফিশিয়াল ওয়েবসাইটে (ugcnet.nta.ac.in)।

পরীক্ষার স্কোরকার্ড বা রেজাল্ট ডাউনলোড করতে পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নিজেদের আবেদনের নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। এনটিএ’র অফিশিয়াল ওয়েবসাইট গেলেই হোমপেজে দেখা যাবে ‘UGC NET June 2024 Result’ লিঙ্ক ফ্ল্যাশ করছে। ওখানে ক্লিক করুন। নতুন লগ ইনের পেজ খুলে যাবে। নির্দিষ্ট তথ্য দিয়ে সাবমিট করুন। রেজাল্ট ডাউনলোড করে নিন। এছাড়াও আরও যে সব ওয়েবসাইট মারফত অনলাইনে পরীক্ষার ফল দেখা যাবে তা’হল- nta.ac.in, ugcnet.nta.ac.in, ugcnet.ntaonline.in।

প্রতি বছর জুনিয়র রিসার্চ ফেলো ও সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য জুন আর ডিসেম্বরে নেট পরীক্ষা নেয় ইউজিসি। কিন্তু এবছর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে জুনের পরীক্ষা বাতিল হয়। পরে ২১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হয়। জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের এই পরীক্ষায় ২টি পেপারে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে পাশ করতে হলে। সংরক্ষিত আসনের পড়ুয়াদের জন্য পাশ নম্বর ৩৫%।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version