কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরে যাচ্ছে দু’টি মামলা। তাঁর এজলাস থেকে ওই দুই মামলা সরাল সুপ্রিম কোর্ট। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে হচ্ছে, ধীরে ধীরে সব মামলাই সরিয়ে নেওয়া হবে তাঁর হাত থেকে।
শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের শেষ আদেশ শোনার পর কলকাতা হাই কোর্ট ছেড়ে বাইরে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ আমার কাছে স্পষ্ট নয়। পড়ে দেখব। আমার ধারণা, এর পর আমার এজলাস থেকে সব মামলাই সরিয়ে নেওয়া হবে। আজ যে গ্রাউন্ডে সরে গিয়েছে, সেই একই গ্রাউন্ডে সরে যাবে বলে আমার ধারণা।’’
এ প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাঁর একেবারেই মন খারাপ নয়। বলেন, “এই মামলা তো আমার ব্যক্তিগত উদ্দেশ্যে শুরু করিনি। তাই এই মামলা আমার কাছে রইল… কি অন্য কারও কাছে গেল, তা নিয়ে আমার বিশেষ কোনো মাথাব্যথা নেই”।
তিনি আরও বলেন, “আজ তো নিজে (নিজেকে মামলা থেকে) সরিয়ে দিচ্ছি না। এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। একটা ডিসিপ্লিন তো আছে। এই ডিসিপ্লিন অনুযায়ী হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশের সর্বোচ্চ আদালত। সেই অর্ডার আমাদের মেনে চলতে হবে। তাতে যাঁর যতই মন খারাপ হোক, (তাতে কিছু করার নেই)। ব্যক্তিগত ভাবে কারও যদি খারাপ লেগেও থাকে, তাহলে কিছু করার নেই”।
প্রসঙ্গত, বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে সেই মামলা কার এজলাসে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বড়ো নির্দেশ সুপ্রিম কোর্টের