কলকাতা: শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ও সোমবার রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রাজ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বৃষ্টির কারণে। তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়াবিদদের অনুমান, আগামী পাঁচ দিন অর্থাৎ বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রায় সব জেলাতেই কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম, মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে। বাতাসে জলীয় বাষ্পের কারণে দিনের বেলায় অস্বস্তি থাকবে।
রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে সব জায়গাতেই। সোমবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।
এ দিন উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির মতো পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সরে যেতে পারে বাকি মামলাও, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ধারণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের