Homeখবররাজ্যবিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, লোকসভায় কোন আসন থেকে লড়বেন

বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, লোকসভায় কোন আসন থেকে লড়বেন

প্রকাশিত

কলকাতা: সব জল্পনাই সত্যি হল। এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। শাসকদলের কাছে ‘অপমানজনক কথা’র অনুপ্রেরণাতেই এ বার বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আগের ঘোষণা মতোই পদত্যাগ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের আগস্ট মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তবে তাঁর আগেই ইস্তফা দেওয়ার দিলেন। জিপিও মারফত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন তিনি।

মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাড়ি ফিরে আসেন অভিজিৎ। জানান, সূর্য সেনের মূর্তির পাশে বৈঠক করবেন না। বদলে তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিকদের আসতে বলেন। দুপুর ২টোয় নিজের বাড়িতেই মুখোমুখি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ জানিয়ে দেন, “আমি বিজেপিতে যোগ দিচ্ছি।” তিনি বলেন, “আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।”

লোকসভা ভোটে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বললেন, “আমি টিকিট পাব কী না পাব জানি না। লড়ি বা না লড়ি আপাতত বিজেপিতে যোগদান করলাম।” রাজনীতিতে নামার কারণ হিসেবে আবারও তিনি বলেন, “তৃণমূলই রাজনীতিতে নামার অনুপ্রেরণা জুগিয়েছে।তাঁদের মুখপাত্ররা বহু সময়ে অপমানজনক কথা বলেছেন। তাঁরা জানেন না বিচারপতিকে আক্রমণ করা যায় না। শুধু তাই নয়, জজকে উদ্দেশ্যে করে গালিগালাজ করেছেন। আসলে ওদের অনেক দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছিল।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে এ দিনও অভিজিৎ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি আমি। তবে অন্য যাঁর কথা বলছেন, তাকে আমি তালপাতার সেপাই বলে মনে করি। যাঁকে আপনারা সেনাপতি বলছেন। আমি কারও নাম করছি না। আমি তো এখানে কোনও কুকথা বলছি না। তাঁর নামটাকে আমি কুকথা বলে মনে করি।”

আরও পড়ুন: মহুয়া মৈত্রকে নতুন সমন ইডির, তলব দিল্লিতে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।