Homeখবররাজ্যলাইসেন্স, চাবি কেড়ে হেনস্থার দিন শেষ, ট্রাফিক পুলিশকে কড়া বার্তা হাই কোর্টের

লাইসেন্স, চাবি কেড়ে হেনস্থার দিন শেষ, ট্রাফিক পুলিশকে কড়া বার্তা হাই কোর্টের

ট্রাফিক পুলিশের বেআইনি ভাবে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্তের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। পুলিশকে আইনের পাঠ দিয়ে প্রশিক্ষণের নির্দেশ বিচারপতির।

প্রকাশিত

ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়ে চালকদের হেনস্থা করার দিন শেষ— এমনই কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে বেআইনি ভাবে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়।

তিনি স্পষ্ট জানিয়ে দেন— শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনও গাড়ি চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না ট্রাফিক পুলিশ। এমনকী, কোনও অবস্থাতেই ট্রাফিক পুলিশ কারও ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করতে পারবে না। এই অধিকার একমাত্র রয়েছে সংশ্লিষ্ট লাইসেন্স কর্তৃপক্ষের হাতে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী:

  • লাইসেন্স কেড়ে নিয়ে কাউকে জোর করে জরিমানা দিতে বাধ্য করা যাবে না
  • বাজেয়াপ্ত করলে দিতে হবে লিখিত কারণ
  • অস্থায়ী অনুমোদনপত্র (acknowledgment slip) দিতে হবে ঘটনাস্থলেই
  • আইনের যথাযথ প্রয়োগে প্রশিক্ষণ নিতে হবে ট্রাফিক পুলিশকে

বিচারপতির পর্যবেক্ষণে আরও বলা হয়, ১৯৮৮ সালের মোটর ভেহিকেল আইনের ধারা ২০৬(৪) অনুযায়ী, কেবলমাত্র পুলিশ অফিসার নিশ্চিত হলে এবং যথাযথ কারণ থাকলে তবেই লাইসেন্স বাজেয়াপ্ত করা যেতে পারে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ২৬ মার্চ। হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডা খিদিরপুর রোড ও এ.জে.সি বসু রোডের সংযোগস্থলে তাঁর গাড়ি থামান ট্রাফিক সার্জেন্ট পলাশ হালদার। অভিযোগ, পুলিশ অফিসার তাঁকে ১০০০ টাকা জরিমানা নগদে দিতে বলেন এবং প্রতিবাদ করায় তাঁর লাইসেন্স বাজেয়াপ্ত করেন কোনও রসিদ না দিয়েই।

এমনকী একই দিনে আরও এক আইনজীবীকেও ৫০০ টাকার জরিমানা করা হয়। অভিযোগ, প্রথমে টাকা দিতে অস্বীকার করায় পুলিশ অফিসার তাঁর গাড়ির চাবি কেড়ে নেন। পরে টাকা দিয়ে চাবি ফেরত পান তিনি।

এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের মন্তব্য, পুলিশের এমন আচরণ আইনের সম্পূর্ণ পরিপন্থী। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের নির্দেশে ডিসি ট্রাফিক-সহ রাজ্যের স্বরাষ্ট্র দফতর এবং ডিজিপিকে রায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়।

এই রায়ের ফলে ভবিষ্যতে রাজ্য জুড়ে ট্রাফিক পুলিশকে আরও পেশাদার ও আইনসম্মত পথে চলতে বাধ্য হবে বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ঘুমের মধ্যে চার্জে থাকা মোবাইল ও ট্যাবলেট বিস্ফোরণ, প্রাণ গেল মা ও মেয়ের, আহত বাবা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।