Homeখবররাজ্যদ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট, ১৬৩ ধারার নির্দেশিকাও খারিজ, কার্নিভালের প্রস্তুতি শুরু

দ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট, ১৬৩ ধারার নির্দেশিকাও খারিজ, কার্নিভালের প্রস্তুতি শুরু

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: দ্রোহের কার্নিভালে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি রবিকিষন কপূর বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সকলেরই রয়েছে। আদালত এই নির্দেশ বারবার দিয়েছে।”

দ্রোহের কার্নিভালে অনুমতি দেওয়ার পাশাপাশি হাইকোর্ট ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারামতে যে নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুলিশ, তাও খারিজ করে দিয়েছে। বিচারপতি কপূর জানিয়ে দিয়েছেন, রেড রোড এবং রানি রাসমণি রোডের মাঝখানে ব্যারিকেড করে দেওয়া হবে।

হাইকোর্টের নির্দেশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ধর্মতলার অনশন-মঞ্চকে ঘিরে আনন্দের বন্যা বয়ে যায়। উল্লাসে মেতে ওঠে সবাই। দ্রোহের কার্নিভাল শুরু করতে প্রস্তুতি শুরু হয়ে যায়। মহিষবাথান থেকে যে ঢাকির দল এসেছে তারাও ঢাক বাজানো শুরু করে দেন। ধর্মতলার অনশন-মঞ্চ যেন এক উৎসবের মঞ্চে পরিণত হয়। ওদিকে পুলিশ রানি রাসমণি রোডকে ঘিরে যে ব্যারিকেড তৈরি করেছিল, হাইকোর্টের নির্দেশ আসার পর তাও খোলা শুরু হয়ে যায়।

রানি রাসমণি রোডকে ঘিরে পুলিশ যে ১৬৩ ধারা জারি করে সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে যায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে তাঁরা দ্রুত শুনানির আর্জি জানান। সেই আর্জি মঞ্জুর হয়। দুপুর দুটোর কিছু পরেই হাইকোর্টে বসে বিচারপতি রবিকিষন কপূরের বিশেষ বেঞ্চ।

শুনানির সময় রাজ্যের আইনজীবী বলেন, মঙ্গলবার (পুজোর) কার্নিভাল রয়েছে। সে কথা রাজ্যের সবাই জানেন। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রেড রোড থেকে দূরেই দ্রোহের কার্নিভাল করা হচ্ছে। বিকাশবাবু সে কারণেই রানি রাসমণি রোডে কর্মসূচি পালনের অনুমতি প্রার্থনা করেন। রাজ্যের আইনজীবী জানান, রেড রোড এবং রানি রাসমণি রোডের সংযোগও রয়েছে।

বিচারপতি কপূর জানতে চান, দু’টি কর্মসূচিই একসঙ্গে করতে হলে রাজ্য কী শর্ত দেবে? রাজ্যের আইনজীবী বলেন, ডাক্তারদের কর্মসূচি চললে উত্তর কলকাতার বহু পুজোর রেড রোডে পৌঁছোতে সমস্যা হবে। বিকাশরঞ্জন পালটা বলেন, “ডাক্তারেরা গুন্ডা নন। আমি নিশ্চিত করে বলছি শান্তিপূর্ণ কর্মসূচি হবে। পুলিশ বলতে পারে না আমি কোন দিন কর্মসূচি করব। রানি রাসমণি রোডে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। তারা আটকে রাখুক।”

দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি কপূর ফের রাজ্যকে প্রশ্ন করেন, তারা কি কোনো শর্তেই এই কর্মসূচি পালন করতে দেবে না? রাজ্যের আইনজীবী তখন বলেন, অন্য দিন এই দ্রোহের কার্নিভাল করা যেতে পারে।

শেষ পর্যন্ত বিচারপতি দ্রোহের কার্নিভাল আয়োজন করার পক্ষেই রায় দেন। এবং একই সঙ্গে রানি রাসমণি রোডে জারি করা ১৬৩ ধারা তুলে নেওয়ার নির্দেশ দেন কলকাতা পুলিশকে।

  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।