দক্ষিণবঙ্গের আকাশে আপাতত ‘সাময়িক বিরতি’। গত কয়েক দিন ভারী বৃষ্টির দেখা না মিললেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নামতে পারে বৃষ্টি।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গোপালপুর হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে।
রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ সতর্কতা জারি হয়নি। তবে মঙ্গলবার থেকে ছবিটা বদলাতে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় গত কয়েক দিন ধরে প্রবল বর্ষণ চলছে। বৃষ্টির জেরে কালিম্পঙে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। এর ফলে সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। সেখানে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
এই প্রতিবেদনটি পড়তে পারেন: উৎসবের মরসুমে গাড়ি ও সম্পত্তি ঋণের সুদ কমাল ব্যাঙ্ক অফ বরোদা