Homeখবররাজ্যকলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

প্রকাশিত

কলকাতায় ফের জাঁকিয়ে শীত। সোমবার এক ধাক্কায় দু’ডিগ্রি কমে গেল শহরের তাপমাত্রা। রবিবারের তুলনায় রাতারাতি পারদ নেমে যাওয়ায় সোমবার সকাল থেকেই শীতের কনকনে অনুভূতি পেয়েছেন শহরবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আরও বাড়বে শীতের দাপট। নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। রবিবার এই সর্বনিম্ন তাপমাত্রাই ছিল ১৪.৯ ডিগ্রি—স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। অর্থাৎ এক রাতেই শহরের পারদ নেমেছে দুই ডিগ্রিরও বেশি।

রবিবার যদিও সর্বনিম্ন তাপমাত্রা খুব কম ছিল না, তবে সারাদিন রোদ না-ওঠায় শীতের আমেজ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে কুয়াশা কাটেনি অনেকটা সময় পর্যন্ত। সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার প্রভাব, যা শীতের ইঙ্গিত দিয়েই যাচ্ছিল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মাত্র ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ছ’ডিগ্রি (৫.৯ ডিগ্রি) কম। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রোদ না উঠলেও আবহাওয়া থাকবে মূলত শুকনো। তবে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যেতে পারে। বিভিন্ন জেলায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। আলিপুর জানিয়েছে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার জেরে দিনের বেশিরভাগ সময়েই দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে নেমে ৫০ মিটার পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের তিন থেকে চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি কমই থাকবে। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। তার পরের চার দিন রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার ইঙ্গিত মিলেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

আরও পড়ুন

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

কলকাতায় শীতের দাপট কিছুটা কমলেও ৪ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা, অন্য জেলার কী অবস্থা?

কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাজুড়ে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট।

গত ৫ বছরের মধ্যে শীতলতম শীত! কাঁপছে কলকাতা–দক্ষিণবঙ্গ, দার্জিলিঙে ৪ ডিগ্রি; তুষারপাতের সতর্কতা

গত পাঁচ বছরের মধ্যে শীতলতম শীত কলকাতা ও দক্ষিণবঙ্গে। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে, তুষারপাতের সতর্কতা জারি। রাজ্যের বিভিন্ন জেলায় ৬-১০ ডিগ্রি তাপমাত্রা নথিভুক্ত, ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল।