গ্রীষ্মের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছেন কলকাতাবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ দিনে কলকাতায় তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। বরং স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।
বিগত কয়েকদিন ধরে কলকাতায় উষ্ণতার মাত্রা বাড়লেও, এখনই তাপপ্রবাহের পরিস্থিতি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’সপ্তাহে শহরের পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এর পাশাপাশি, বেশ কিছুদিন ধরে শহরে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি নামতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময়ে আর্দ্রতা এবং গরমের কারণে মানুষ অস্বস্তিতে ভুগলেও, ঝড়বৃষ্টির ফলে সেই পরিস্থিতি কিছুটা হলেও প্রশমিত হবে। তবে আবহাওয়ার এই পরিবর্তনজনিত পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তাপপ্রবাহের সম্ভাবনা না থাকায় কিছুটা স্বস্তি পেলেও, ঝড়বৃষ্টির সময় সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।