Homeখবররাজ্যকলকাতায় শীতের দাপট কিছুটা কমলেও ৪ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা, অন্য জেলার...

কলকাতায় শীতের দাপট কিছুটা কমলেও ৪ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা, অন্য জেলার কী অবস্থা?

কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাজুড়ে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট।

প্রকাশিত

দু’দিনের ব্যবধানে কলকাতার তাপমাত্রায় স্পষ্ট পরিবর্তন। মরসুমের শীতলতম দিনের পর শহরে এক ধাক্কায় প্রায় দু’ডিগ্রি বেড়েছে পারদ। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম হলেও আগের দিনের তুলনায় বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, আর তার আগের দিন বুধবার পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে।

তবে শহরের শীত কিছুটা কমলেও জেলাগুলিতে ঠান্ডার দাপট এখনও জারি। শুক্রবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিঙে—মাত্র ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আশ্চর্যের বিষয়, তার পরের স্থানগুলিতে উত্তরবঙ্গ নয়, বরং দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে। বীরভূমের সিউড়িতে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। মুর্শিদাবাদের বহরমপুর, হাওড়ার উলুবেড়িয়া, বীরভূমের শ্রীনিকেতন এবং নদিয়ার কল্যাণীতেও তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে ঘোরাফেরা করেছে।

আবহাওয়া দফতরের মতে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের কয়েক দিন তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে সপ্তাহের শেষে আবার ধীরে ধীরে পারদ নামার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় বঙ্গে ফের ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। তবে বড় সমস্যা কুয়াশা। ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নেমে যেতে পারে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে আসার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গে ঠান্ডার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, তার পরের কয়েক দিনে ২–৩ ডিগ্রি পারদ কমার সম্ভাবনা রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।