Homeখবররাজ্যমাতৃভাষা দিবসে হল না বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের অনুষ্ঠান, নো ম্যানস ল্যান্ডেও বাতিল...

মাতৃভাষা দিবসে হল না বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের অনুষ্ঠান, নো ম্যানস ল্যান্ডেও বাতিল যৌথ উদযাপন

প্রকাশিত

আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এবছর বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে পালিত হল না ভাষা শহিদদের স্মরণে আয়োজন। সংস্কারের কাজের কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে বাংলাদেশ ভবনের অনুষ্ঠান, এমনকি বাতিল হয়েছে সন্ধ্যার সাংস্কৃতিক পর্বও।

২০১৭ সালে বাংলাদেশ ভবন তৈরির পর থেকে প্রতি বছর এখানেই পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান। ওপার বাংলার পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই উদযাপনে। কিন্তু এবছর সেই ধারায় ছেদ পড়ল। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারের কাজের কারণেই বাংলাদেশ ভবনে অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

তবে পুরো অনুষ্ঠান বন্ধ হয়নি। ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মাতৃভাষা দিবসের মূল কর্মসূচি। সকালে বিশ্বভারতীর পূরবী গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে উপাচার্য বিনয় কুমার সোরেন, অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ-সহ অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। পড়ুয়ারা ক্যাম্পাসে আলপনা এঁকে মাতৃভাষা দিবসের সৌন্দর্য ফুটিয়ে তোলেন।

নো ম্যানস ল্যান্ডেও মিলল না যৌথ উদযাপন

প্রতিবারের মতো এবারও ২১শে ফেব্রুয়ারি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল নো ম্যানস ল্যান্ডে দুই দেশের ভাষাপ্রেমী মানুষ ও জনপ্রতিনিধিদের একত্রিত হওয়ার কথা ছিল। সেখানে অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান, মিষ্টি বিতরণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করার রীতি চলে আসছে বহু বছর ধরে।

কিন্তু এবছর সেই চিত্র পাল্টে গেল। দুই দেশেই মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও, নো ম্যানস ল্যান্ডে যৌথ উদযাপন হয়নি।

ভারতের ছয়ঘড়িয়া পঞ্চায়েতের উদ্যোগে এপারে ভাষা দিবস পালিত হয় স্থানীয়ভাবে, আর ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও দিবসটি পালন করা হয় নো ম্যানস ল্যান্ড থেকে কিছুটা দূরে। প্রতিবছর যেখানে দুই দেশের মানুষ একসঙ্গে শহিদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে বন্ধুত্বের বার্তা দিতেন, সেখানে এবারের বিচ্ছিন্ন উদযাপন মন ভারাক্রান্ত করেছে দুই দেশের ভাষাপ্রেমী মানুষদের।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার কারণেই এমন পরিবর্তন ঘটেছে। ভাষার জন্য রক্তদানের ইতিহাসে দুই বাংলার আত্মিক বন্ধন থাকলেও, এই ধরনের পরিবর্তন ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

আর পড়ুন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।