২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার বাজেট বক্তৃতায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। বড় অঙ্কের বরাদ্দ পেয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। এছাড়া, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও পরিকাঠামো ক্ষেত্রেও বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কোনও অতিরিক্ত বরাদ্দ করা হয়নি।
রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ
- বাংলার বাড়ি প্রকল্প: অতিরিক্ত ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ, ফলে মোট বরাদ্দ বেড়ে দাঁড়াল ২৩,০০০ কোটি টাকা। আগামী অর্থবর্ষে ১৬ লক্ষ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা।
- ঘাটাল মাস্টার প্ল্যান: ৫০০ কোটি টাকা বরাদ্দ, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকা।
- নদীবন্ধন প্রকল্প: নদীভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ।
- গঙ্গাসাগর সেতু নির্মাণ: ৫০০ কোটি টাকা বরাদ্দ।
- উচ্চশিক্ষা বিভাগ: ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ।
- স্কুলশিক্ষা বিভাগ: ৪১,১৫৩.৭৯ কোটি টাকা বরাদ্দ।
এই বাজেটে রাজ্য সরকারের মূল লক্ষ্য পরিকাঠামো উন্নয়ন, সামাজিক প্রকল্প ও কর্মচারীদের স্বস্তি দেওয়া। নির্বাচনের আগে এই বরাদ্দ জনমুখী নীতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।