রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানো হল ৪ শতাংশ। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ ডিএ পাবেন। বুধবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেন।
এটি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এ বার। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বড় অঙ্কের ডিএ বাড়ানোর আশা করেছিলেন, কারণ নির্বাচনের আগে নতুন প্রকল্পের ঘোষণা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলিতে বাড়তি বরাদ্দ হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে সরকারি কর্মচারীরা ধারণা করেছিলেন, বাজেটে তাঁদের মনোযোগ আকর্ষণ করতে বড় অঙ্কের ডিএ বাড়ানো হতে পারে।
সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন ঘোষণার পর, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে বেতন এবং ডিএর মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা পাচ্ছিলেন মাত্র ১৪ শতাংশ। এই পার্থক্য নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি।
উল্লেখযোগ্য ভাবে, বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। ১৪ হাজার কোটি আগেই ছিল। ফলে বরাদ্দ বৃদ্ধির ফলে প্রকল্পে বরাদ্দ বেড়ে হল প্রায় ২৩ হাজার কোটি টাকা। আগামী আর্থিক বছরে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে।