Homeখবররাজ্যকিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী প্রয়াত

কিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী প্রয়াত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চতুর্থীর সকালে এল দুঃসংবাদ। বাংলার সংস্কৃতিজগৎ হারাল তার এক অমল সন্তানকে। প্রয়াত হলেন কিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী। সকাল সাড়ে ১০টায় আরজিকর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল একটা যুগ।

অমল চক্রবর্তীর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, আচমকাই কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তিনি চিরবিদায় নিলেন।

স্বাভাবিক ভাবেই বয়সজনিত কারণে দৃষ্টিশক্তিও অনেক কমে গিয়েছিল অমলবাবুর। একটি চোখে দৃষ্টিশক্তি ছিলই না, আর অন্যটিতেও সামান্যই ছিল। তবু কার্টুন থেকে নিজেকে দূরে রাখতে পারেননি কখনও। চোখে চশমা লাগিয়েই তিনি কাজ চালিয়ে গিয়েছেন। তিনি বলতেন, “এসেছি পৃথিবীতে, যদি মরতেই হয়, তবে কার্টুনিস্ট হয়েই মরব।”

প্রায় ৭০ বছর ধরে কার্টুন এঁকে গিয়েছেন অমল চক্রবর্তী। বাংলার পাঠকেরা খবরের কাগজের প্রথম পাতায় যে পকেট কার্টুন দেখতে অভ্যস্ত, তার অন্যতম কারিগর ছিলেন তিনি। মূলত রাজনৈতিক কার্টুন আঁকতেন তিনি। তাঁর আঁকা কার্টুনে সামাজিক বার্তাও থাকত।

একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অমৃতবাজার পত্রিকা ও যুগান্তর, অমৃতবাজার পত্রিকা গোষ্ঠীর দুটি পত্রিকাতেই কার্টুন আঁকতেন তিনি। এর পর যুগান্তর বন্ধ হওয়ার মুখে চলে আসেন ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায়। ১৯৯২ সালে ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার জন্মলগ্ন থেকেই তিনি সেখানে যুক্ত হয়েছিলেন। ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত তাঁর পকেট কার্টুন ‘অমল আলোয়’। অমল আলোয় তিনি চিরদিন থেকে যাবেন আমাদের মধ্যে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।