Home খবর রাজ্য ৪২-এ ২১! আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

৪২-এ ২১! আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

0
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রতীকী ছবি

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় প্রথমদফার প্রার্থীতালিকায় ১৬ জনের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। শুধুমাত্র আলিপুরদুয়ার আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আর চার জন প্রার্থীর নাম ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ফলে, সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলার ৪২টি আসনের মধ্যে ২১টিতে প্রার্থী ঘোষণা করল বামেরা।

প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি।  এই দফায় শুধুমাত্র সিপিএমের প্রার্থীদের নামই ঘোষিত হয়েছে। অন্য কোনো শরিক দলের কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।

বামফ্রন্টের অন্য শরিকরা ছাড়াও রয়েছে আইএসএফ। কংগ্রেসের সঙ্গেও আলোচনা চলছিল। কিন্তু তাতে এখনও পুরোপুরি সবুজ সঙ্কেত মেলেনি। ইতমিধ্যে রাজ্যের আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। অন্য দিকে, সিপিএমের সঙ্গে কথা চলাকালীনই আইএসএফ ঘোষণা করে দিয়েছে, তারা আটটি আসনে লড়বে। তার মধ্যে রয়েছে সিপিএমের প্রার্থী দেওয়া যাদবপুরও।

তৃতীয় দফায় ঘোষিত চার প্রার্থী

১. মুর্শিদাবাদ: মহম্মদ সেলিম (সিপিআইএম)

২. রানাঘাট: অলোকেশ দাস (সিপিআইএম)

৩. বর্ধমান দুর্গাপুর: ড. সুকৃতি ঘোষাল (সিপিআইএম)

৪. বোলপুর: শ্যামলী প্রধান (সিপিআইএম)

দ্বিতীয় দফায় এক প্রার্থী

১.আলিপুরদুয়ার: মিলি ওরাওঁ (আরএসপি)

প্রথমদফার তালিকায় বামফ্রন্টের ১৬ প্রার্থী

১. কোচবিহার: নীতিশচন্দ্র রায় (ফব)

২. জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (সিপিআইএম)

৩. বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)

৪. কৃষ্ণনগর: এসএম শাদি (সিপিআইএম)

৫. যাদবপুর: সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)

৬. দমদম: সুজন চক্রবর্তী (সিপিআইএম)

৭. শ্রীরামপুর: দীপ্সিতা ধর (সিপিআইএম)

৮. দক্ষিণ কলকাতা: সায়রা শাহ হালিম (সিপিআইএম)

৯. হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)

১০. হুগলি: মনোদীপ ঘোষ (সিপিআইএম)

১১. তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)

১২. মেদিনীপুর: বিপ্লব ভট্ট (সিপিআইএম)

১৩. বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)

১৪. বিষ্ণুপুর: শীতল কৈব্যর্ত (সিপিআইএম)

১৫. বর্ধমান পূর্ব: নীরজ খান (সিপিআইএম)

১৬. আসানসোল: জাহানারা খান (সিপিআইএম)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version