Homeখবররাজ্যদুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

দুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

প্রকাশিত

দুর্গাপুজোর আনন্দে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপের আশঙ্কা। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা শুক্রবারের মধ্যেই ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবারকার নিম্নচাপ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুধু তাই নয়, এটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তবে স্বস্তির বিষয়—পশ্চিমবঙ্গের উপকূলে নয়, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। ফলে সবচেয়ে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে ওই দুই রাজ্যে।

বাংলার ক্ষেত্রে সোমবার রাতের মতো ভয়াবহ পরিস্থিতি ফেরার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ‘‘আগের নিম্নচাপ উপকূলের খুব কাছ দিয়ে গিয়েছিল, তাই বৃষ্টি বেশি হয়েছিল। এবারকার নিম্নচাপ নীচ দিয়ে যাবে, ওড়িশা উপকূলের কাছাকাছি থাকবে। ফলে আমাদের রাজ্যে তুলনামূলক কম প্রভাব পড়বে।’’

তবে সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার মতো পরিস্থিতি নয়। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহবিদদের পূর্বাভাস বলছে, শুক্রবারে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হবে। শনিবার সকালে তা স্থলভাগে প্রবেশ করবে ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়ে। এর জেরে ওই অঞ্চলে প্রবল বৃষ্টি এবং ঝড়-বাতাসের আশঙ্কা রয়েছে। বাংলাতেও উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগ দেখা দিতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর রাত থেকে ২৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে। ওই সময়ে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি। তবে সোমবার রাতের মতো জলমগ্ন পরিস্থিতি ফেরার আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।