দুর্গাপুজোর আনন্দে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপের আশঙ্কা। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা শুক্রবারের মধ্যেই ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবারকার নিম্নচাপ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুধু তাই নয়, এটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তবে স্বস্তির বিষয়—পশ্চিমবঙ্গের উপকূলে নয়, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। ফলে সবচেয়ে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে ওই দুই রাজ্যে।
বাংলার ক্ষেত্রে সোমবার রাতের মতো ভয়াবহ পরিস্থিতি ফেরার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ‘‘আগের নিম্নচাপ উপকূলের খুব কাছ দিয়ে গিয়েছিল, তাই বৃষ্টি বেশি হয়েছিল। এবারকার নিম্নচাপ নীচ দিয়ে যাবে, ওড়িশা উপকূলের কাছাকাছি থাকবে। ফলে আমাদের রাজ্যে তুলনামূলক কম প্রভাব পড়বে।’’
তবে সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার মতো পরিস্থিতি নয়। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আবহবিদদের পূর্বাভাস বলছে, শুক্রবারে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হবে। শনিবার সকালে তা স্থলভাগে প্রবেশ করবে ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়ে। এর জেরে ওই অঞ্চলে প্রবল বৃষ্টি এবং ঝড়-বাতাসের আশঙ্কা রয়েছে। বাংলাতেও উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগ দেখা দিতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ সেপ্টেম্বর রাত থেকে ২৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে। ওই সময়ে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি। তবে সোমবার রাতের মতো জলমগ্ন পরিস্থিতি ফেরার আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর