লর্ডস (লন্ডন): আর কিছুক্ষণ পরেই লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। লিডসে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর এজবাস্টনে ইংল্যান্ডকে দারুণ ভাবে জিতে সিরিজে সমতা ফেরায় শুভমন গিলেরা। সুতরাং দুটি দেশের কাছে লর্ডস টেস্টের গুরুত্ব অনেক বেড়ে গেছে। দুটি দলই আপ্রাণ চেষ্টা করবে এই টেস্ট জিতে এগিয়ে থাকার।
এমনিতেই লর্ডসের মাঠে জোরে বোলাররা অনেক বেশি সাহায্য পান। অতীতের পরিসংখ্যান অন্তত তা-ই বলে। তার ওপর, ছবি থেকে দেখা যাচ্ছে, এই মাঠ সবুজ ঘাসে আচ্ছাদিত। সুতরাং ভারত তাদের পেস আক্রমণ যে আরও শক্তিশালী করবে তা নির্দ্বিধায় বলা যায়। ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট খেলার কথা জসপ্রীত বুমরাহর। বুমরাহকে ইতিমধ্যে এজবাস্টন টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। সুতরাং লর্ডস টেস্টে বুমরাহ যে দলে ফিরছেন তা নিঃসন্দেহে বলা যায়।
কিন্তু প্রশ্ন হল, বুমরাহ দলে এলে বসানো হবে কাকে? ক্রিকেটবোদ্ধারা মনে করেন কোপ পড়বে প্রসিদ্ধ কৃষ্ণের উপরে। কৃষ্ণ গত দুটি টেস্টে মোট ৫ উইকেট দখল করেন। কিন্তু তার পরিবর্তে রান দেন প্রচুর। সেই কারণেই তাঁকে যে এবার বসানো হবে তা নিশ্চিত।
এর সঙ্গে ভারতের দলে আরও বদল হতে পারে। যে আশা নিয়ে করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডিকে দলে নেওয়া হয়েছিল, সেই আশা পূরণ করতে পারেননি তাঁরা। সুতরাং তাঁদের একজনের উপর কোপ পড়তে পারে বলে ক্রিকেটবোদ্ধারা মনে করছেন। তবে বদলে কে বা কারা দলে আসবেন, তা এখনও পরিষ্কার নয়।
আবহাওয়া কেমন যাবে
লিডস এবং এজবাস্টন, দুটি টেস্টেই আবহাওয়া খুব ভুগিয়েছে। মাঝেমাঝেই বৃষ্টি হয়েছে। ম্যাচের সময় নষ্ট হয়েছে, যদিও তাতে খেলায় হারজিতের ফয়সালা হতে অসুবিধা হয়নি। তবে লর্ডসে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। প্রতিদিনই আকাশ পরিষ্কার থাকবে। ফলে টেস্টের পাঁচদিনেই আবহাওয়া জনিত কোনো ব্যাঘাত হওয়ার সম্ভাবনা নেই।