গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর জেরে ফের সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি ধীরে ধীরে সরবে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে।
এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। আজ, সোমবার থেকে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। সতর্কতা জারি হয়েছে বাংলা ও ওড়িশার উপকূল এলাকার জন্য।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আজ সোমবার উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বৃষ্টিপাত হতে পারে বেশি পরিমাণে।
কলকাতা ও আশপাশের জেলাগুলিতে মেঘলা আকাশ, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
আগামী দিনের আবহাওয়া
মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে হালকা বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায়।