পশ্চিমবঙ্গ জুড়ে ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনকে নতুন মাত্রা দিতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। দিঘায় জগন্নাথ মন্দির এবং নিউ টাউনে দুর্গা অঙ্গন প্রতিষ্ঠার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের ঘোষণা বাস্তবায়ন করতে উত্তরবঙ্গে মহাকাল মন্দির তৈরির জন্য আনুষ্ঠানিকভাবে জমি বরাদ্দ করল রাজ্য। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
চন্দ্রিমার দাবি, মাটিগাড়ায় মহাকাল মন্দির নির্মাণ হলে উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনে নতুন দিগন্ত খুলে যাবে। সরকারের তথ্য অনুযায়ী, বরাদ্দ জমিটি দার্জিলিং জেলার মাটিগাড়া থানা এলাকার উজানো মৌজা (জেএল নম্বর ৮৬) এবং গৌড়চরণ মৌজায় (জেএল নম্বর ৮১)। পর্যটন দফতরের অধীন থাকা জমিতে মন্দিরের পাশাপাশি একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে তোলা হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৫.১৫ একর জমি, যা আগে লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের লিজে ছিল, সেটি এসজেডিএ-র হাতে হস্তান্তর করা হবে। এর মধ্যে ১৭.৪১ একর ফাঁকা ও অপ্রয়োগকৃত জমি ইন্টার-ডিপার্টমেন্টাল ট্রান্সফারের মাধ্যমে পর্যটন দফতরের হাতে যাবে। চন্দ্রিমা জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরবঙ্গে মহাকাল মন্দির গড়ার। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এই সিদ্ধান্ত।”
এদিন শুধু মন্দির প্রকল্পই নয়, উত্তরবঙ্গের পর্যটন ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান ব্যবস্থার পরিকাঠামো গড়তে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা—ডাবগ্রামে নতুন কনভেনশন সেন্টার নির্মাণ।
নতুন কনভেনশন সেন্টারটি হবে দার্জিলিং জেলার ডাবগ্রাম মৌজায়, এশিয়ান হাইওয়ে–২–এর পাশে তিস্তা টাউনশিপ অঞ্চলে। ১০ একর জমির ওপর তৈরি হবে আন্তর্জাতিক মানের এই আধুনিক বহুমুখী কেন্দ্র। রাজ্যে বর্তমানে নিউ টাউনের Biswa Bangla Convention Centre এবং দিঘার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার—এই দুটি বড় কেন্দ্র রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে ডাবগ্রামের নতুন কেন্দ্র।
চন্দ্রিমা বলেন, “উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানের একটি বড় কনভেনশন সেন্টারের দাবি ছিল। অবশেষে সরকার উদ্যোগ নিল।”
মহাকাল মন্দির এবং নতুন কনভেনশন সেন্টার—দুই প্রকল্প সম্পূর্ণ হলে উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটন, সাংস্কৃতিক আয়োজন এবং কর্মসংস্থানে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে বলে আশা রাজ্যের।
আরও পড়ুন: ডেটা এন্ট্রি অপারেটর‘বেসরকারি ভোটকেন্দ্র’ নিয়ে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর, ‘মৌখিক জবাব’ দিলেন সিইও
