কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মহাসমাবেশ থেকে বিধানসভা ভোটের রণনীতি স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের নির্দেশ দিলেন, ২০২৬ সালে ২১৫টির কম আসন কোনওভাবেই মেনে নেওয়া যাবে না, আরও বেশি আসনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে হবে।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে মমতা বলেন, বাংলার ভোটারদের নাম কেটে পঞ্জাব-হরিয়ানা থেকে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের প্রশ্রয়ে এসব করা হচ্ছে। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, বুথস্তরে তালিকা পরীক্ষা করতে হবে, প্রয়োজনে কমিশনের দফতরে ধর্নায় বসতে হবে।
ভূতুড়ে ভোটার ধরতে প্রতিটি জেলায় কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। তিন দিনের মধ্যে রিপোর্ট চেয়ে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এই কাজ শেষ করার জন্য। এই দায়িত্ব পেয়েছেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে মমতা বলেন, ভোট এলেই বিরোধীদের ভয় দেখানোর চক্রান্ত শুরু হয়— কখনও চার্জশিট, কখনও এজেন্সির ভয়। তবে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। তাঁর ভবিষ্যদ্বাণী, ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি অস্তিত্বহীন হয়ে যাবে।
তিনি আরও জানান, এনআরসি, সিএএ-র নামে বাংলার মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। প্রশাসনের কিছু কর্মীও এই কারচুপিতে জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী।