Homeখবররাজ্যহাঁটুতে ‘সার্জিক্যাল প্রসিডিওর’, কেমন আছেন মুখ্যমন্ত্রী?

হাঁটুতে ‘সার্জিক্যাল প্রসিডিওর’, কেমন আছেন মুখ্যমন্ত্রী?

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার পায়ের ‘অস্ত্রোপচার’ করিয়ে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পঞ্চায়েত প্রচারে গিয়ে কপ্টার-দুর্যোগে পড়ে চোট পেয়েছিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসায় হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর হাঁটুতে জল জমেছিল। অস্ত্রোপচার নয় একটি প্রক্রিয়া বা ‘সার্জিক্যাল প্রসিডিওর’ করা হয় মমতা বন্দ্য়োপাধ্যায়ের। আর তার মাধ্যমেই বের করা হয় হাঁটুতে জমা ফ্লুইড।

বৃহস্পতিবার বেলা ২টো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে ঢুকে ইউসিএম বিল্ডিংয়ে যান। সেখানেই মুখ্যমন্ত্রীর ডেক্সা স্ক্যান করা হয়। দুপুর ২টো ১৬ মিনিট নাগাদ এরপরে তিনি উডবার্ন ব্লকে ঢোকেন। এর পর বেলা ৩টে নাগাদ তাঁকে তিনতলার ওটি রুমে নিয়ে গিয়ে প্রসিডিওর শুরু করা হয় বিকেল ৫টা নাগাদ তাঁকে বার করে সাড়ে ১২ নম্বর কেবিনে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন।

সাংবাদিকদের মুখোমুখি হন এসএসকেএমের অধিকর্তা মণিময় গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি জানান, “মমতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এ দিন হাসপাতালে থাকার জন্য বলা হলেও তিনি তাতে রাজি হননি। তিনি বাড়িতে চিকিৎসা করাতে চেয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসার বন্দোবস্ত হবে। কিন্তু এই মুহূর্তে ওঁর নড়াচড়া ও চলাফেরায় বেশ কিছু বিধি নিষেধ রয়েছে”।

তবে হাসপাতালে না থাকলেও তাঁকে কড়া নিয়মকানুন মেনে চলতে হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, মমতার পায়ের লিগামেন্ট অর্থাৎ পেশিতন্তুর আঘাত সারাতে অস্ত্রোপচার (সার্জিকাল প্রসিডিওর) করতে হয়েছে। তাই আপাতত হাঁটাচলার ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলতে হবে তাঁকে। পাশাপাশি, বিশ্রামেও থাকতে হবে।

আরও পড়ুন: গণনার পর ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, ভোট পরবর্তী হিংসা রুখতে বড়ো নির্দেশ হাইকোর্টের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।