Homeখবররাজ্য‘স্বাস্থ্যসাথী না নিলে লাইসেন্স বাতিল’, বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি মমতার

‘স্বাস্থ্যসাথী না নিলে লাইসেন্স বাতিল’, বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি মমতার

প্রকাশিত

কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভা অধিবেশনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। শুধু পরিস্থিতি নিয়ে আলোচনাই নয়, একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়েও বেসরকারি হাসপাতালগুলিকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।

স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রোগীকে ফেরানো যাবে না, বারবার রাজ্য স্বাস্থ্য দফতর তথা মুখ্যমন্ত্রী। জানা যায়, জানা গিয়েছে, বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অত্যাধিক বিল নেওয়া এবং স্বাস্থ্যসাথী স্কিম প্রত্যাখ্যানের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়। কিন্তু তার পরেও উঠে এসেছে অভিযোগ।

কড়া বার্তা মমতার

পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করা নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা দিলেন মমতা। এ দিন তিনি সাফ জানিয়ে দেন, সরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে স্বাস্থ্যসাথী স্কিম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এর মূল লক্ষ্য ছিল রাজ্যের সাধারণ মানুষের যাতে স্বাস্থ্য পরিষেবা পেতে কোনো সমস্যা না হয়। এই স্কিমের আওতায় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রাজ্যের বাসিন্দারা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য জন্য পেতে পারে। বেসরকারি হাসপাতালগুলিতেও এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা।

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা সম্পর্কে মমতা জানান, ডেঙ্গি রোধে উত্তরবঙ্গেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ বেশি। সরকারের তরফে এক লক্ষ মশারি বিতরণ করা হয়েছে।

শহরের তুলনায় গ্রামে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিধানসভায় বিজেপির এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।’’ অবিলম্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার কথা বলেন তিনি। বিস্তারিত পড়ুন এখানে: পঞ্চায়েতে বোর্ড গঠন হচ্ছে না বলেই গ্রামে ডেঙ্গি বাড়ছে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।