Homeখবররাজ্য‘স্বাস্থ্যসাথী না নিলে লাইসেন্স বাতিল’, বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি মমতার

‘স্বাস্থ্যসাথী না নিলে লাইসেন্স বাতিল’, বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি মমতার

প্রকাশিত

কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভা অধিবেশনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। শুধু পরিস্থিতি নিয়ে আলোচনাই নয়, একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়েও বেসরকারি হাসপাতালগুলিকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।

স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রোগীকে ফেরানো যাবে না, বারবার রাজ্য স্বাস্থ্য দফতর তথা মুখ্যমন্ত্রী। জানা যায়, জানা গিয়েছে, বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অত্যাধিক বিল নেওয়া এবং স্বাস্থ্যসাথী স্কিম প্রত্যাখ্যানের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়। কিন্তু তার পরেও উঠে এসেছে অভিযোগ।

কড়া বার্তা মমতার

পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করা নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা দিলেন মমতা। এ দিন তিনি সাফ জানিয়ে দেন, সরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে স্বাস্থ্যসাথী স্কিম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এর মূল লক্ষ্য ছিল রাজ্যের সাধারণ মানুষের যাতে স্বাস্থ্য পরিষেবা পেতে কোনো সমস্যা না হয়। এই স্কিমের আওতায় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রাজ্যের বাসিন্দারা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য জন্য পেতে পারে। বেসরকারি হাসপাতালগুলিতেও এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা।

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা সম্পর্কে মমতা জানান, ডেঙ্গি রোধে উত্তরবঙ্গেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ বেশি। সরকারের তরফে এক লক্ষ মশারি বিতরণ করা হয়েছে।

শহরের তুলনায় গ্রামে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিধানসভায় বিজেপির এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।’’ অবিলম্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার কথা বলেন তিনি। বিস্তারিত পড়ুন এখানে: পঞ্চায়েতে বোর্ড গঠন হচ্ছে না বলেই গ্রামে ডেঙ্গি বাড়ছে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।