Home খবর রাজ্য ধর্ষণ রুখতে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার প্রক্রিয়ার...

ধর্ষণ রুখতে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার প্রক্রিয়ার আবেদন

ধর্ষণ ও খুনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, এই প্রেক্ষাপটে দেশে কঠোর ধর্ষণ-বিরোধী আইন প্রণয়নের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই চিঠির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে দাবি করেছেন, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত।

প্রসঙ্গত, এই একই দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমাজমাধ্যমে পোস্ট করে সমস্ত রাজ্যের সরকারকে কেন্দ্রের ওপর ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিষেক তাঁর পোস্টে জানান, দেশে ধর্ষণের ঘটনা রোজ বেড়েই চলেছে, গত ১০ দিনে প্রায় ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তাই কঠোর আইন প্রণয়ন এখন অত্যন্ত জরুরি।

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনায় তদন্তে গরমিল নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা ক্রমশ বাড়ছে। রোজ গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে, যা বন্ধ করার জন্য অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেছেন যে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি দাবি করেছেন, ঘটনার ১৫ দিনের মধ্যে বিচার শেষ করে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, যাতে অপরাধীরা দ্রুত শাস্তির মুখোমুখি হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর পোস্টে দাবি করেছেন যে, ধর্ষণ-বিরোধী কঠোর আইন প্রণয়ন ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। সমস্ত রাজ্যগুলির সরকারকে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে এই আইন প্রণয়নের দাবি করেছেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version