Homeখবররাজ্যধর্ষণ রুখতে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার প্রক্রিয়ার...

ধর্ষণ রুখতে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার প্রক্রিয়ার আবেদন

প্রকাশিত

ধর্ষণ ও খুনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, এই প্রেক্ষাপটে দেশে কঠোর ধর্ষণ-বিরোধী আইন প্রণয়নের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই চিঠির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে দাবি করেছেন, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত।

প্রসঙ্গত, এই একই দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমাজমাধ্যমে পোস্ট করে সমস্ত রাজ্যের সরকারকে কেন্দ্রের ওপর ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিষেক তাঁর পোস্টে জানান, দেশে ধর্ষণের ঘটনা রোজ বেড়েই চলেছে, গত ১০ দিনে প্রায় ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তাই কঠোর আইন প্রণয়ন এখন অত্যন্ত জরুরি।

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনায় তদন্তে গরমিল নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা ক্রমশ বাড়ছে। রোজ গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে, যা বন্ধ করার জন্য অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেছেন যে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি দাবি করেছেন, ঘটনার ১৫ দিনের মধ্যে বিচার শেষ করে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, যাতে অপরাধীরা দ্রুত শাস্তির মুখোমুখি হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর পোস্টে দাবি করেছেন যে, ধর্ষণ-বিরোধী কঠোর আইন প্রণয়ন ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। সমস্ত রাজ্যগুলির সরকারকে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে এই আইন প্রণয়নের দাবি করেছেন তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।