Home বিনোদন ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিনির চরিত্রে কাকে দেখা যাবে? কী জানালেন ছবি নির্মাতারা?

‘কাবুলিওয়ালা’ ছবিতে মিনির চরিত্রে কাকে দেখা যাবে? কী জানালেন ছবি নির্মাতারা?

তপন সিংহের ব্যাটন এবার সুমন ঘোষের হাতে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ মানেই ছবি বিশ্বাস। সেই চরিত্রে আগামীতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তখনই প্রশ্ন উঠেছিল, যাকে ঘিরে গল্প সেই মিনির চরিত্রে কাকে দেখা যাবে? মিনির মা-বাবার চরিত্রেই বা কারা অভিনয় করবেন?

0

তপন সিংহের ব্যাটন এবার সুমন ঘোষের হাতে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ মানেই ছবি বিশ্বাস। সেই চরিত্রে আগামীতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তখনই প্রশ্ন উঠেছিল, যাকে ঘিরে গল্প সেই মিনির চরিত্রে কাকে দেখা যাবে? মিনির মা-বাবার চরিত্রেই বা কারা অভিনয় করবেন?

শোনা যাচ্ছে, মিনির ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার মিষ্টি অভিনেত্রী অনুমেঘা কাহালিকে। ‘মিঠাই’ সিরিয়ালে সৌমিতৃষার মেয়ে মিষ্টির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছে ছোট্ট এই শিল্পী। তাকেই না কি মিনি হিসেবে বাছা হয়েছে। তবে এখনও পর্যন্ত ছবি নির্মাতাদের তরফ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার এবং আবীর চট্টোপাধ্যায়। ছবিতে মিনির মা বাবার চরিত্রে সোহিনী-আবীর। 

পড়ুন: মুক্তি পেল ‘কাবুলিওয়ালা’ ছবির ফার্স্টলুক, কবে মুক্তি পাবে ছবিটি?

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখ। চলতি বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে ‘কাবুলিওয়ালা’। 

সুমনের ছবির প্রযোজক এসভিএফ। সব ঠিক থাকলে কলকাতার পাশাপাশি সম্ভব হলে আফগানিস্তানে পৌঁছে যাবেন টিম ‘কাবুলিওয়ালা’।

পুরনো সাহিত্য, গল্প বা ছায়াছবি নতুন রূপে ফিরে আসছে। যেমন, কমলেশ্বর মুখোপাধ্যায় ক্যামেলিয়া গ্রুপের ওয়েব প্ল্যাটফর্মে ফিরিয়ে আনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’কে। ১৯৫৬ সালে তপন সিংহ রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’কে বড়পর্দায় ধরার প্রথম সাহস দেখান। একই ভাবে সেই ছবিও ফিরছে নতুন ভাবে।

১৯৬১-তে একই ছবি হিন্দিতে পুনর্নিমিত হয়। সেই ছবি পরিচালনা করেন হেমেন গুপ্ত। নামভূমিকায় দেখা গিয়েছিল বলরাজ সাহানিকে। ছবিটি প্রযোজনা করেন বিমল রায়।

ভিডিও- ইউটিউব

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version