Homeখবররাজ্যভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, রেহাই মিলছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’-এ, কী ভাবে মিলবে?

ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, রেহাই মিলছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’-এ, কী ভাবে মিলবে?

প্রকাশিত

ভিন্‌রাজ্যে কর্মসূত্রে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘিরে নতুন আতঙ্ক। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করছে স্থানীয় পুলিশ। আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, এমনকি প্যান কার্ড দেখিয়েও মিলছে না মুক্তি!

এই উদ্বেগজনক পরিস্থিতিতে মুক্তির একমাত্র রাস্তা হয়ে উঠছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (PCC)। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে ইতিমধ্যেই পিসিসি-র চাহিদা তুঙ্গে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজার আবেদন জমা পড়েছে, যার অধিকাংশই পরিযায়ী শ্রমিকদের তরফে। প্রতিদিন গড়ে ১০০-২০০টি আবেদন জমা পড়ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিংহ।

তিনি বলেন, “ভিন্‌রাজ্য থেকে অন্তত ১০০ জন শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের সকলকেই পিসিসি সরবরাহ করা হয়েছে। বাকি আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে।”

পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য পুলিশ একটি হেল্পলাইন নম্বর (৯১৪৭৭২৭৬৬৬) চালু করেছে, যেখানে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা সাহায্য চাইতে পারেন।

কী এই পিসিসি?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) হল জেলা পুলিশের গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত একটি নিরাপত্তা-সম্পর্কিত নথি। এতে উল্লেখ থাকে সংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কি না। সাধারণত বিদেশে কাজ, পাসপোর্ট তৈরির সময় কিংবা সরকারি চাকরিতে এটি বাধ্যতামূলক।

কীভাবে মিলবে এই ছাড়পত্র?

জেলা পুলিশের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়।

  • প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন
  • OTP ভেরিফিকেশনের পর আবেদন প্রক্রিয়া শুরু
  • আধার ভেরিফিকেশন, জন্মতারিখ, ঠিকানা, পিতা-মাতার নাম ইত্যাদি তথ্য দিতে হয়
  • প্রয়োজনীয় নথি আপলোডের পর আবেদন খতিয়ে দেখে পুলিশ রেকর্ড যাচাই করে

নথি খতিয়ে দেখে এবং কোনও অভিযোগ না থাকলে অনলাইনে দেওয়া হয় পিসিসি।

কী ঘটছে বাস্তবে

মুর্শিদাবাদের হরিহরপাড়ার আইজুদ্দিন মণ্ডল জানান, “ছত্তীসগঢ়ের পুলিশ আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে যায়। আধার, ভোটার, প্যান কার্ড দেখিয়েও ছাড়া পাইনি। শেষে থানার মাধ্যমে পিসিসি পাঠানো হলে তবেই মুক্তি মেলে।”জলঙ্গির আরশাদ খান বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যাচ্ছে। কাজে যাওয়ার আগে এখন পিসিসি জোগাড় করেই যাচ্ছি, নয়তো আবার ভোগান্তি হবে।”

আরও পড়ুন: রাজস্থানে বাংলা বলায় ‘বাংলাদেশি’ অপবাদ! পে লোডারে করে মালদহের শ্রমিককে সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলল বিএসএফ, অভিযোগ পরিবারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।