Homeখবররাজ্যভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, রেহাই মিলছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’-এ, কী ভাবে মিলবে?

ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, রেহাই মিলছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’-এ, কী ভাবে মিলবে?

প্রকাশিত

ভিন্‌রাজ্যে কর্মসূত্রে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘিরে নতুন আতঙ্ক। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করছে স্থানীয় পুলিশ। আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, এমনকি প্যান কার্ড দেখিয়েও মিলছে না মুক্তি!

এই উদ্বেগজনক পরিস্থিতিতে মুক্তির একমাত্র রাস্তা হয়ে উঠছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (PCC)। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে ইতিমধ্যেই পিসিসি-র চাহিদা তুঙ্গে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজার আবেদন জমা পড়েছে, যার অধিকাংশই পরিযায়ী শ্রমিকদের তরফে। প্রতিদিন গড়ে ১০০-২০০টি আবেদন জমা পড়ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিংহ।

তিনি বলেন, “ভিন্‌রাজ্য থেকে অন্তত ১০০ জন শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের সকলকেই পিসিসি সরবরাহ করা হয়েছে। বাকি আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে।”

পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য পুলিশ একটি হেল্পলাইন নম্বর (৯১৪৭৭২৭৬৬৬) চালু করেছে, যেখানে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা সাহায্য চাইতে পারেন।

কী এই পিসিসি?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) হল জেলা পুলিশের গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত একটি নিরাপত্তা-সম্পর্কিত নথি। এতে উল্লেখ থাকে সংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কি না। সাধারণত বিদেশে কাজ, পাসপোর্ট তৈরির সময় কিংবা সরকারি চাকরিতে এটি বাধ্যতামূলক।

কীভাবে মিলবে এই ছাড়পত্র?

জেলা পুলিশের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়।

  • প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন
  • OTP ভেরিফিকেশনের পর আবেদন প্রক্রিয়া শুরু
  • আধার ভেরিফিকেশন, জন্মতারিখ, ঠিকানা, পিতা-মাতার নাম ইত্যাদি তথ্য দিতে হয়
  • প্রয়োজনীয় নথি আপলোডের পর আবেদন খতিয়ে দেখে পুলিশ রেকর্ড যাচাই করে

নথি খতিয়ে দেখে এবং কোনও অভিযোগ না থাকলে অনলাইনে দেওয়া হয় পিসিসি।

কী ঘটছে বাস্তবে

মুর্শিদাবাদের হরিহরপাড়ার আইজুদ্দিন মণ্ডল জানান, “ছত্তীসগঢ়ের পুলিশ আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে যায়। আধার, ভোটার, প্যান কার্ড দেখিয়েও ছাড়া পাইনি। শেষে থানার মাধ্যমে পিসিসি পাঠানো হলে তবেই মুক্তি মেলে।”জলঙ্গির আরশাদ খান বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যাচ্ছে। কাজে যাওয়ার আগে এখন পিসিসি জোগাড় করেই যাচ্ছি, নয়তো আবার ভোগান্তি হবে।”

আরও পড়ুন: রাজস্থানে বাংলা বলায় ‘বাংলাদেশি’ অপবাদ! পে লোডারে করে মালদহের শ্রমিককে সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলল বিএসএফ, অভিযোগ পরিবারের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।