Homeখবররাজ্যপুনেতে বাঙালি শ্রমিককে খুনের অভিযোগ, তদন্তের দাবি পরিবারের

পুনেতে বাঙালি শ্রমিককে খুনের অভিযোগ, তদন্তের দাবি পরিবারের

প্রকাশিত

বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগের আবহে ফের নতুন করে বিতর্ক তৈরি হল পুনেতে এক বাঙালি যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে। মৃত যুবকের নাম দীপু দাস। তিনি উত্তরবঙ্গের রাজগঞ্জের বাসিন্দা ছিলেন। দিন কয়েক আগেই পুনের এক নির্মাণ সংস্থায় কাজ করতে যান দীপু। পরিবারের দাবি, দুর্ঘটনায় নয়, বরং খুন করা হয়েছে তাঁকে।

মৃতের ভাই অপু দাস জানান, মা শীলা সরকার দাসের লিভারের অসুখে মৃত্যু হয় সোমবার। তার পরের দিন পুণে থেকে এক ঠিকাদার ফোন করে জানান, দীপুর ‘দুর্ঘটনা’ হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি। কিন্তু বুধবার খবর আসে, দীপু মারা গিয়েছেন।

পরিবারে আরও চাঞ্চল্য ছড়ায় যখন মোবাইলে দীপুর রক্তমাখা ছবি পাঠানো হয়। সেই ছবি দেখে সন্দেহ আরও বাড়ে পরিবারের। অপুর দাবি, “যদি সত্যিই দুর্ঘটনা হত, তবে হয়ত হাত-পা ভাঙত, মাথা ফাটত। কিন্তু গলায় ধারালো অস্ত্রের চিহ্ন দেখে আমাদের সন্দেহ আরও ঘনিয়েছে। আমরা সঠিক ময়নাতদন্ত চাই।”

এই ঘটনার পিছনে বাংলা ভাষা বলার বিষয়টিও উঠে আসছে। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, “এমনও হতে পারে, বাংলা বলায় দীপুকে মারধর করে খুন করা হয়েছে। পশ্চিম ও মধ্য ভারতের নানা প্রান্তে বাংলাভাষীদের উপর হামলার এমন অনেক উদাহরণ আছে।” তিনি এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান।

তবে মৃত আবু বক্কর মণ্ডলের (উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া) ক্ষেত্রেও শুরুতে এমন অভিযোগ উঠলেও, পরে তদন্তে তা সম্পর্কজনিত টানাপড়েন বলেই উঠে আসে।

এ দিকে দীপুর দেহ ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিষয়টি জানার পর পশ্চিমবঙ্গ সরকার মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। পুনে পুলিশ সূত্রে জানানো হয়েছে, এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং মৃতের পরিবারের পাশে সব রকম সহযোগিতা করা হচ্ছে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। দীপুর মৃত্যু শুধুই একটি নির্মাণ দুর্ঘটনা, না কি এর পেছনে আছে গভীর কোনও ষড়যন্ত্র? উত্তর দেবে তদন্ত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।