বঙ্গোপসাগর ও উত্তর ভারতের আবহাওয়া পরিস্থিতির প্রভাবে এই মুহূর্তে রাজ্যে ঠান্ডার প্রকোপ তেমনভাবে বাড়ছে না। আবহাওয়া দফতরের মতে, উত্তর ভারতের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। ফলে শীতের প্রকোপ আপাতত কম থাকবে।
গত কয়েকদিন ধরে রাজ্যে মেঘলা আবহাওয়া এবং ঠান্ডার অভাবে শীত অনুভূত হচ্ছে না। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝাগুলি উত্তর ও মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে, যা উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা সৃষ্টি করছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জানুয়ারি মাসে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এই সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে উত্তুরে হাওয়া আবার প্রবল হয়ে বইতে পারে। এর ফলে জানুয়ারিতে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতর জনগণকে সতর্ক থাকতে এবং জানুয়ারির জাঁকিয়ে ঠান্ডার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।