দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১০ দিন এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। মনে করা হচ্ছে, বর্ষা যেন এবার সময় মেপেই আসছে। বঙ্গোপসাগরে বর্ষা আগমনের যে স্বাভাবিক সূচি, দক্ষিণবঙ্গে তার ধাক্কা লাগতে পারে ১০-১১ জুনের পর। তখন বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে।
তবে আগামী ১০ দিনের মধ্যে দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় কিংবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সেটি ছিটেফোঁটা বৃষ্টির মতোই থাকবে।
এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও থাকবে। দিনের বেলায় গরমে অতিষ্ঠ হতে হতে, রাতে ঘুমের সময়েও মিলবে না স্বস্তি।
ফলে গরম থেকে আপাতত রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। বর্ষার জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত ১০ দিন।