১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। এর ফলে উত্তর ভারতে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। তবে, পূর্ব ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সমুদ্রের উপর তৈরি হওয়া নতুন নিম্নচাপ অঞ্চল, সঙ্গে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলকভাবে কম হলেও, বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে অবস্থান করছে। এর জেরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী দু’দিনে এই নিম্নচাপ ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। এছাড়া মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজাফ্ফরনগর, ডালটনগঞ্জ হয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যদিও নতুন নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্য জুড়ে।
দক্ষিণবঙ্গ
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রবিবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার ও রবিবার অতি ভারী বৃষ্টির (৭–২০ সেন্টিমিটার) জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিঙে বুধবার পর্যন্ত, কালিম্পঙে মঙ্গলবার পর্যন্ত এবং কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুরে শনিবার, রবিবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সমুদ্র সতর্কতা
পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫–৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতি কখনও কখনও ঘণ্টায় ৫৫ কিলোমিটারও ছুঁইছে। ফলে আগামী ১২ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত।
আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ