খবর অনলাইনডেস্ক: নির্ধারিত সূচি মেনেই পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়ে বিদায় নিয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। আর প্রায় সঙ্গে সঙ্গেই বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে উত্তুরে শুষ্ক বাতাস। যদিও বৃষ্টির সম্ভাবনা এখনই শেষ হচ্ছে না।
রবিবার একটি বিবৃতির মাধ্যমে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে এক দিনেই গোটা রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। সাধারণত পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার নির্ধারিত তারিখ হল ১৫ অক্টোবর। এ বার সেই সূচিই মানা হয়েছে। পাশাপাশি উত্তুরে হাওয়া ঢোকার ফলে ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব অনুভব করা যাচ্ছে। যদিও উত্তুরে এবং দখিনা হাওয়ার সংমিশ্রণের ফলে এখনও কোথাও কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ দিকে, এই সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে পড়বেই। ওই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প প্রবেশ করবে। এর ফলে ১৫ থেকে ২০ অক্টোবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই।