Home রাজ্য মুর্শিদাবাদ ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই মুর্শিদাবাদে নৌকাডুবি, ৩ জন নিখোঁজ

ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই মুর্শিদাবাদে নৌকাডুবি, ৩ জন নিখোঁজ

ঘূর্ণিঝড় দানার আগাম সতর্কতা থাকলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ছ’টি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নেমে পড়েন কয়েকজন মৎস্যজীবী। তারপরই ঘটে বিপত্তি, উত্তাল গঙ্গার স্রোতে ডুবে যায় নৌকাগুলি। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় সাতজন নিখোঁজ ছিলেন, তবে পরে চারজন সাঁতার কেটে নিরাপদে ফিরে আসেন। এখনও পর্যন্ত তিনজনের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের মতে, মাছ ধরার সময় ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে নৌকাগুলি ডুবে যায়। এলাকাবাসী এই ঘটনায় সম্পূর্ণরূপে ব্লক প্রশাসনকেই দায়ী করছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রশাসন যদি আগেভাগে মাইকিং করে মানুষকে সতর্ক করত, তাহলে এই দুর্ঘটনা ঘটত না।” আরেকজন বলেন, “একটা নৌকা থেকে একজন উঠে এল, তারপর দূরে আরেকটা নৌকা থেকে বাঁচাও-বাঁচাও করে চিৎকার শুনতে পাই। যতটা পারি তাদের উদ্ধার করেছি।”

এদিকে, ঘটনার বিষয়ে সামশেরগঞ্জের বিডিও জানান, “নৌকাডুবির ঘটনা ঘটেছে। যদিও সংখ্যা নিশ্চিত বলা সম্ভব নয়, তবে সকলেই বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। প্রশাসন আগেই সতর্কবার্তা দিয়েছিল।”

প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে এবং নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

দানা আপডেট: বৃহস্পতিবার রাতে ওড়িশায় ল্যান্ডফলের সম্ভাবনা, উড়ান স্থগিত কলকাতা বিমানবন্দরে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version